পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

Road Accident in Daspur: ট্রাকের বেপরোয়া গতির বলি এক, সিসিটিভিতে ধরা পড়ল হাড়হিম করা ভিডিয়ো - বেপরোয়া ট্রাকের গতির বলি এক

By

Published : Nov 9, 2022, 7:52 PM IST

Updated : Feb 3, 2023, 8:31 PM IST

নমাজ পড়তে যাওয়ার পথে দুর্ঘটনায় মৃত্যু হল (Old Man Died in a Road Accident) এক বৃদ্ধের। আর এই পথ দুর্ঘটনার হাড়হিম করা ভিডিয়ো ধরা পড়ল সিসিটিভি ক্যামেরায়। সিসিটিভি ফুটেজকে হাতিয়ার করে ঘাতক ট্রাক ও তার খালাসির তল্লাশি শুরু করেছে পুলিশ প্রশাসন। জানা গিয়েছে, বছর পঁয়ষট্টির ঘাটালের মান্দারিয়া এলাকার বাসিন্দা শওকত আলি খাঁ প্রতিবেশী এক যুবকের বিয়েতে বরযাত্রী গিয়েছিলেন। পাশেই মসজিদ থাকায় নমাজ পড়তে যান তিনি । সেই সময় ঘাটাল-পাশকুড়া রাজ্য সড়কের বৈকুন্ঠপুর এলাকায় হঠাৎ পাশকুড়াগামী একটি মালবাহী ট্রাক দ্রুত গতিতে এসে ওই বৃদ্ধকে সজোরে ধাক্কা মারে (Road Accident in Daspur) ৷ সিসিটিভিতে ধরা পড়ে হাড়হিম করা সেই ভিডিয়ো। এরপর ওই বৃদ্ধকে স্থানীয়রা চিকিৎসার জন্য ঘাটাল মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন ৷
Last Updated : Feb 3, 2023, 8:31 PM IST

ABOUT THE AUTHOR

...view details