Body Recovered: নার্সিং পড়ুয়ার ঝুলন্ত দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য নামখানায় - নার্সিং পড়ুয়ার ঝুলন্ত দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য
নার্সিং পড়ুয়ার ঝুলন্ত দেহ উদ্ধারকে (Nursing Student Hanging Body Recovered) ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়াল দক্ষিণ 24 পরগনার নামখানায় (Namkhana) ব্লকের ফ্রেজারগঞ্জ থানার অন্তর্গত অমরাবতী গ্রামে । স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত নার্সিং পড়ুয়ার নাম বিদিশা বিশ্বাস (19) ৷ বিদিশা প্রথম বর্ষের ছাত্রী। সম্প্রতি ব্যাঙ্গালোরে পড়তে যাওয়ার জন্য প্রস্তুতিও নিচ্ছিল সে । রবিবার সন্ধ্যায় বিদিশার বাবা-মা ব্যবসায়িক কাজ সেরে বাড়িতে আসেন । রাতে খাওয়ার সময় বাবা-মা বিদিশাকে অনেক ডাকাডাকি করলেও কোনওরকম উত্তর মেলেনি। অবশেষে দরজা ভেঙে বিদিশাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় পরিবারের সদস্যরা। খবর দেওয়া হয় থানাতে । ঘটনাস্থলে তড়িঘড়ি ছুটে আসে ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার পুলিশ।
Last Updated : Feb 3, 2023, 8:30 PM IST