পশ্চিমবঙ্গ

west bengal

উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতাল

ETV Bharat / videos

Adenovirus Test in NBMCH: কাটল জটিলতা! উত্তরবঙ্গ মেডিক্যালে শুরু অ্যাডিনো ভাইরাসের পরীক্ষা - Adenovirus

By

Published : Mar 11, 2023, 11:09 AM IST

দীর্ঘ জটিলতা কাটিয়ে অবশেষে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে (North Bengal Medical College and Hospital) শুরু হল অ্যাডিনো ভাইরাস পরীক্ষা (Adenovirus test) । ফলে স্বস্তিতে চিকিৎসকমহল । অ্যাডিনো ভাইরাসের প্রকোপ দক্ষিণবঙ্গে থাকলেও উত্তরবঙ্গের আট জেলায় নেই । এমনটাই জানিয়েছেন স্বাস্থ্য দফতরের আধিকারিকরা । তবে একিউট রেসপিরেটরি ইনফেকশনের প্রকোপ রয়েছে । তাতেও চিন্তা বা উদ্বেগের কিছু নেই বলে মনে করছেন চিকিৎসকদের একটা বড় অংশ। শনিবার থেকেই উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের মাইক্রোবায়োলজি বিভাগে শুরু হল অ্যাডিনো ভাইরাসের পরীক্ষা । পাশাপাশি নিশ্চিত হতে একই নমুনা পাঠানো হবে স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনে । উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, পিডিয়াট্রিক্স বিভাগে চিকিৎসাধীন চার শিশুর লালারস পরীক্ষার জন্য মাইক্রোবায়োলজি বিভাগের ভাইরাল রিসার্চ এন্ড ডায়গনস্টিক ল্যাবরেটরিতে পাঠানো হয়েছে । একদিনের মধ্যেই চলে আসবে অ্যাডিনো ভাইরাস পরীক্ষার রিপোর্ট । 

ABOUT THE AUTHOR

...view details