পশ্চিমবঙ্গ

west bengal

শান্তিনিকেতনের বাড়িতে ফিরলেন অর্থনীতিবিদ অমর্ত্য সেন

ETV Bharat / videos

Amartya Sen in Santiniketan: তিন মাস পর শান্তিনিকেতনের বাড়িতে ফিরলেন অমর্ত্য সেন - শান্তিনিকেতনের প্রতীচী বাড়ি

By

Published : Jun 27, 2023, 10:45 PM IST

জমি বিতর্কের মাঝেই শান্তিনিকেতনে নিজের বাড়িতে এলেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন ৷ জানা গিয়েছে 'প্রতীচী' বাড়িতে প্রায় দু'সপ্তাহ থাকবেন তিনি ৷ মঙ্গলবার 'ভারতরত্ন'কে পুষ্পস্তবক দিয়ে স্বাগত জানান বোলপুর মহকুমা শাসক অয়ন নাথ ৷ শান্তিনিকেতনের 'প্রতীচী' বাড়িতে 13 ডেসিমেল জমি দখল করে রেখেছেন অমর্ত্য সেন, এই অভিযোগ তুলে একাধিকবার জমি ফেরত চেয়েছে বিশ্বভারতী কর্তৃপক্ষ। এমনকি, বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী নোবেলজয়ী অমর্ত্য সেনের প্রসঙ্গে বিভিন্ন তীর্যক মন্তব্য করে বিতর্ক জড়িয়েছেন ৷ প্রয়াত পিতা আশুতোষ সেনের উইল অনুযায়ী উত্তরাধিকার সূত্রে জমি পুত্র অমর্ত্যর ৷ এই দাবিতে আদালতের দ্বারস্থ হয়েছেন তিনি ৷ সেই মামলা সিউড়ি জেলা আদালতে চলছে ৷ অন্যদিকে, বিশ্বভারতীর উচ্ছ্বেদের বিজ্ঞপ্তির উপর স্থগিতাদেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট ৷ যদিও, জমি বিতর্কে অমর্ত্য সেনের পাশে দাঁড়িয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে পরিচালক গৌতম ঘোষ, চিত্রকর শুভাপ্রসন্ন ভট্টাচার্য, যোগেন চৌধুরী, গায়ক কবীর সুমন-সহ বিদ্বজ্জনেরা। 23 ফেব্রুয়ারি শান্তিনিকেতনের 'প্রতীচী' বাড়ি থেকে বিদেশে গিয়েছিলেন অধ্যাপক অমর্ত্য সেন। 3 মাস পর ফের শান্তিনিকেতনের বাড়িতে এলেন তিনি ৷ দমদম এয়ারপোর্ট থেকে জেড ক্যাটাগরি নিরাপত্তায় তাঁকে শান্তিনিকেতনের বাড়িতে নিয়ে আসা হয় ৷ বাড়িতে আসতেই তাঁকে স্বাগত জানান বোলপুর মহকুমা শাসক অয়ন নাথ। দুই সপ্তাহ শান্তিনিকেতনেই থাকবেন বলে জানালেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন ৷ 

ABOUT THE AUTHOR

...view details