পশ্চিমবঙ্গ

west bengal

কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক

ETV Bharat / videos

Nisith Pramanik: নিশীথ প্রামাণিকের আর্থিক সহায়তায় বিয়ের পিঁড়িতে কন্যে, সম্প্রদানও সারলেন কেন্দ্রীয় মন্ত্রী - সোনালি

By

Published : May 2, 2023, 12:53 PM IST

আর্থিকভাবে অসহায় একটি মেয়ের বিয়ে দিয়ে চর্চায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক। শুধু বিয়ের খরচ বহন করাই নয়, কন্যা সম্প্রদানও সারলেন কেন্দ্রীয় মন্ত্রী। সোমবার সেই বিয়ের আসর বসেছিল কোচবিহার শহরের পূর্ব বিবেকানন্দ পল্লি এলাকায় । বিয়ের পর কেন্দ্রীয় মন্ত্রী জানান, এ ধরনের একটা শুভকাজের সঙ্গে যুক্ত থাকতে পেরে ভালোলাগছে। পূর্ব বিবেকানন্দ পল্লিতে বাড়ি পাত্রী সোনালি রাজভরের। বাবা-মা মারা গিয়েছেন বহুদিন। তিন বোনের মধ্যে সবচেয়ে ছোট সোনালি ৷ থানেশ্বরের এক যুবকের সঙ্গে তাঁর বিয়ে ঠিক হয় ৷ কিন্তু বিয়ের খরচ নিয়ে কপালে চিন্তার ভাঁজ পড়ে রাজভর পরিবারের । বিষয়টি স্থানীয় বিজেপি নেতাদের মাধ্যমে জানাজানি হতেই ওই পরিবারকে আর্থিকভাবে সহযোগিতার আশ্বাস দেন নিশীথ প্রামাণিক এবং তা বাস্তবায়িত করেন ৷ এরপর সোমবার বিয়ের দিন সশরীরে হাজির থেকে কন্যা সম্প্রদান করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। এতে খুশি রাজভর পরিবার । পাত্রী সোনালি জানান, তিনি কৃতজ্ঞ যে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তাঁর পাশে দাড়িয়েছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক জানান, ভালো লাগছে তাঁর এভাবে মানুষের পাশে দাঁড়াতে পের । সুযোগ এলে আগামীতেও তিনি এভাবে সহযোগিতা করবেন অন্যান্যদেরও ।

ABOUT THE AUTHOR

...view details