পশ্চিমবঙ্গ

west bengal

ভিক্টোরিয়া-ময়দানে জনঅরণ্য

ETV Bharat / videos

বছরের প্রথম দিনে ভিক্টোরিয়া-ময়দানে জনঅরণ্য, পিকনিক মুডে তিলোত্তমা - Victoria Memorial

By ETV Bharat Bangla Team

Published : Jan 1, 2024, 8:27 PM IST

New Year Celebration: 2024 সালের প্রথম দিন। বর্ষবরণে অন্যান্য জায়গার মতোই মেতে উঠেছে কলকাতা। রাজ্যের বিভিন্ন জেলা থেকে কলকাতামুখো হয়েছেন বহু সংখ্যক মানুষ। সকাল থেকেই কলকাতার আনাচে-কানাচে ঘুরে বেড়িয়েছেন প্রত্যেকে ৷ চিড়িয়াখানার পাশাপাশি সাধারণ মানুষের ঢল নামে ময়দান-ভিক্টোরিয়া চত্বরে ৷ প্রত্যেকদিন কমবেশি ভিক্টোরিয়া মেমোরিয়ালে দর্শকরা ভিড় জমালেও নতুন বছরের ছবিটা ছিল একটু আলাদা ৷ বন্ধু, পরিবার-পরিজনদের নিয়ে সকলেই মেতে ওঠেন আনন্দ উদযাপনে ৷ শুধু কলকাতা নয়, আশপাশের জেলা থেকেও এসেছেন বহু মানুষজন। ভিক্টোরিয়া মেমোরিয়ালে প্রবেশ মূল্য 50 টাকা ৷ সেখানেও দেখা গিয়েছে লম্বা লাইন ৷ নতুন বছরের আনন্দে নজর কেড়েছে ছোট ছোট ছেলে-মেয়েদের আনন্দ উচ্ছ্বাস ৷ সেই সব ছবি ধরা পড়েছে ইটিভি ভারতের ক্যামেরায় ৷ কেউ চড়েছেন ঘোড়ার গাড়িতে কেউ আবার ভিক্টোরিয়ার ইতিহাসে মনোযোগ দিয়েছেন, আবার কাউকে দেখা গেল সবুজ ঘাসের মধ্যে বসে চুটিয়ে আড্ডা দিতে ৷ এদিন টিকিট কাটার লম্বা লাইন দেখেই আন্দাজ করা যায়, দিন বাড়ার সঙ্গে সঙ্গে বেড়েছে ভিড়ও ৷ অন্যদিকে, ময়দানে ধরা পড়েছে পিকনিক মুডের ছবি ৷ নাগরদোলায় চড়া থেকে শুরু করে ঘোড়া সওয়ারি, নির্মল আনন্দের ছবি সত্যিই মন ভালো করে দেয় ৷ সঙ্গে ছিল দেদার খানাপিনা ও সেলফি তোলার হিড়িক ৷ তবে অনেকের দাবি, ইকোপার্ক বা অন্যান্য বিনোদন ক্ষেত্র ভিড় বেশি টানায় ময়দান চত্বর রয়েছে বেশ খালি ৷ 

ABOUT THE AUTHOR

...view details