Blanket Sell: আশ্চর্য হলেও সত্যি, কেজি প্রতি 400 টাকা দরে বিক্রি হচ্ছে কম্বল ! - শিলিগুড়িতে সস্তায় বিকোচ্ছে কম্বল
এমনিতে চাল, ডাল, শাকসবজি ওজন করে কিনতে আমরা অভ্যস্ত। কিন্তু জানেন কী শীতের কম্বলও ওজন করে কেনা যায়! একটু আশ্চর্য হলেও এটাই সত্যি। শিলিগুড়ির রাস্তায় দেখা মিলল এমনই দোকানের যেখানে ওজন করে বিক্রি হচ্ছে শীতের কম্বল (Blanket Sell in Siliguri)। তাও আবার 350 টাকা এবং 450 টাকা প্রতি কেজি। আর ওজন করে কম্বল বিক্রি হতে দেখে কিছুটা অবাক শহরের মানুষ। ওজনের পর দাম দিতে হবে ওজন ধরেই। শহরবাসীকেও দেখা গেল কম্বল কিনতে। এই কম্বল নিয়ে উত্তরপ্রদেশের যুবকরা পসরা সাজিয়েছেন শিলিগুড়ির রাস্তায়।
Last Updated : Feb 3, 2023, 8:32 PM IST