New Parliament Building: কী রয়েছে নতুন সংসদ ভবনের অন্দরমহলে ? দেখুন ভিডিয়ো
দরজা খুলতে চলেছে নয়া সংসদ ভবনের । আগামী রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাত ধরে নয়া সংসদ ভবনের উদ্বোধন হবে । তার আগে ভিডিয়োয় দেখে নিন কেমন হতে চলেছে দেশের নতুন সংসদ ভবন । লোকসভার সচিবালয় সূত্রে খবর, পুরনো সংসদ ভবনের পাশেই তৈরি হচ্ছে নতুন ভবনটি। মোট 65 হাজার বর্গ মিটার এলাকা জুড়ে তৈরি হয়েছে দেশের এই সংসদ ভবন। গোমুখ-আকৃতি ভবনটির রয়েছে একাধিক বিশেষত্ব। জানা গিয়েছে, পুরনো লোকসভার থেকে অনেকটাই বড় হচ্ছে নতুন লোকসভার ফ্লোর। দেশের জাতীয় পাখি ময়ূরের থিম ব্যবহার করে তৈরি হয়েছে লোকসভার ফ্লোর। একইভাবে রাজ্যসভার ফ্লোরও আগের চেয়ে বড় হয়েছে। রাজ্যসভার থিম পদ্মের মতো তৈরি হয়েছে বলে জানা গিয়েছে। শুক্রবার টুইট করে প্রধানমন্ত্রী মোদি লিখেছেন, "নতুন সংসদ ভবন নিয়ে প্রত্যেক ভারতীয় গর্বিত হবে। এই ভিডিয়োতে আইকনিক ভবনটির একটি আভাস মিলবে। আমার বিশেষ অনুরোধ, এই ভিডিয়োটি আপনার নিজের ভয়েস-ওভারের সঙ্গে শেয়ার করুন । যাতে সংসদ ভবন সম্পর্কে আপনার চিন্তাভাবনা প্রকাশ করে। আমি কিছু টুইট রি-টুইট করব।"
উভয় কক্ষের পাশাপাশি সেন্ট্রাল হলের আসন সংখ্য়াও আগের তুলনায় অনেকটাই বৃদ্ধি করা হয়েছে । সংসদের লাইব্রেরিতেও থাকছে ডিজিটাল ছোঁয়া । অন্যদিকে, এই নয়া সংসদ ভবনের উদ্বোধন ঘিরে তৈরি হয়েছে রাজনৈতিক চাপানোতর। উদ্বোধনে রাষ্ট্রপতি এবং উপ-রাষ্ট্রপতিকে বাদ দেওয়া নিয়ে প্রধানমন্ত্রী মোদিকে নিশানা করেছে বিরোধীরা । উদ্বোধনী অনুষ্ঠান বয়কট করেছে 20টি অবিজেপি রাজনৈতিক দল । অবশ্য, বিজেপির সঙ্গেই রয়েছে একাধিক এনডিএ সমমনা রাজনৈতিক দলও ।