আলিপুর চিড়িয়াখানায় নতুন অতিথিরা, পশু-পাখির এলাকা বৃদ্ধি
Published : Nov 20, 2023, 7:45 PM IST
Alipore Zoo: এখনও জাঁকিয়ে শীত পড়েনি। তবে, হিমের পরশ পাওয়া যাচ্ছে। ধীরে ধীরে ভিড় বাড়তে শুরু করেছে আলিপুর চিড়িয়াখানায়। নতুন করে কিছু বলার নেই যে, শীতে চিড়িখানার চেহারাটা কেমন হয় ৷ তাই পর্যটকদের কথা ভেবে আকর্ষণ বাড়াতে একাধিক পদক্ষেপ করছে চিড়িয়াখানা ৷ হরিণ-সহ একাধিক পশু-পাখির বাচ্চা হয়েছে চিড়িয়াখানায়। তাই চিড়িয়াখানায় বাড়ানো হচ্ছে জীবজন্তু থাকার পরিধি ৷ আলিপুর চিড়িয়াখানা সূত্রে খবর, সপ্তাহ খানেক আগে হরিণের বাচ্চা হয়েছে। সাদা বাঘের চলাফেরা করার জায়গা আরও বাড়ানো হয়েছে। এর পাশাপাশি হরিণের থাকার জায়গাও বৃদ্ধি করা হয়েছে ৷
পাখিদের এনক্লোজারের এলাকা বৃদ্ধি ঘটেছে। দর্শকদের সুবিধা করে দিতে বিভিন্ন খাঁচার বাইরে পরিধি বাড়ানোর পাশাপাশি রেলিংয়ের ব্যবস্থা করা হয়েছে। চিড়িয়াখানায় আগত দর্শকদের খাওয়ার পর যাতে কোনওরকম আবর্জনা ছড়িয়ে ছিটিয়ে না-ফেলেন তার জন্য একাধিক ডাস্টবিন বসানো হয়েছে। পরিবেশ বান্ধব একাধিক চটের ব্যাগ থেকে শুরু করে নানারকম সামগ্রিক দোকানও বসানো হয়েছে চিড়িয়াখানার ভিতরে। সামগ্রিকভাবে আলিপুর চিড়িয়াখানার জীবজন্তু এবং আগত দর্শকদের সুবিধার্থে একাধিক পদক্ষেপ করা হয়েছে বলে জানিয়েছেন আলিপুর চিড়িয়াখানার বর্তমান ডিরেক্টর শুভঙ্কর সেনগুপ্ত।