ICC World Cup 2023: বাইশ গজের লড়াইয়ে বাংলাদেশ-নেদারল্যান্ডস, ইডেনে বিশ্বকাপ পূজোর রংদার বোধন - ICC World Cup 2023
Published : Oct 28, 2023, 4:06 PM IST
ফুটবলের কথা বললে দুই দেশের শক্তির কোনও তুলনাই হয় না । সেখানে নেদারল্যান্ডস কয়েকশো যোজন এগিয়ে বাংলাদেশের থেকে ৷ কিন্তু মঞ্চটা যখন ক্রিকেট বাংলাদেশ সেখানে অবশ্যই গ্যালিভার । তবে নেদারল্যান্ডস ক্রিকেট বিশ্বে লিলিপুট হলেও দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ইতিমধ্যেই চমকে দিয়েছে । ইডেনেও দুই দেশ মাঠে নেমেছে ভিন্ন লক্ষ্য নিয়ে । বাংলাদেশের লক্ষ্য শেষ চারটে ম্যাচ জিতে অঙ্কের বিচারে সেমির আশা বাঁচিয়ে রাখা ৷ অন্যদিকে, নেদারল্যান্ডস চায় ফের চমক দেখাতে । দুই দেশের সমর্থকরাই ভিড় করেছেন ক্রিকেটের নন্দনকাননে । ওপার বাংলা থেকে সমর্থকরা এসেছেন লিটন দাস, শাকিব আল হাসানদের সমর্থনে গলা ফাটাতে। নেদারল্যান্ডস সমর্থকরাও কমলা জার্সিতে গ্যালারিতে ভিড় জমিয়েছেন । সব মিলিয়ে ইডেনে বিশ্বকাপ পূজোর রংদার বোধন হয়ে গেল শনিবার ৷ কোনও দলই বিনা যুদ্ধে মাটি ছাড়ার পাত্র নয় ৷ একদিকে যেমন নানা বিতর্কের পর এবার দল নিয়ে ঘুরে দাঁড়াতে চাইবেন শাকিব ৷ তেমন আবার ডাচবাহিনীও চাইবে দক্ষিণ আফ্রিকা ম্যাচের 'রিপিট টেলিকাস্ট' ৷