পশ্চিমবঙ্গ

west bengal

Neeraj Chopra

ETV Bharat / videos

Neeraj Chopra: সোনায় চোখ নীরজের, 4 তারিখ এশিয়াড ফাইনালের আগে লক্ষ্যের কথা জানালেন জ্যাভলিন সুপারস্টার - এশিয়ান গেমস

By ETV Bharat Bangla Team

Published : Sep 30, 2023, 2:55 PM IST

আরও একটা সোনা, তাহলে বছরটা শীর্ষে থেকে শেষ করা যাবে ৷ ভারতের জ্যাভলিন সুপারস্টার নীরজ চোপড়া এখন পরিচিত 'সোনার ছেলে' বলেই ৷ বছর পাঁচেক আগে জাকার্তায় হওয়া এশিয়ান গেমসে সোনা জিতেছিলেন নীরজ চোপড়া। যদিও তখনও তিনি অলিম্পিক চ্যাম্পিয়ন হননি। কিন্তু সোনা জিতে বেশ শোরগোল ফেলে দিয়েছিলেন পানিপথের ছেলে ৷ তবে এবার বদলেছে লক্ষ্য ৷ এশিয়াডের আসরে বর্শা ছুড়ে 90 মিটারের রেকর্ড ভাঙতে চান এবার নীরজ। এই আসরে 'সোনার ছেলে'র সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী পাকিস্তানের আরশাদ নাদিম ৷ তাঁর বিরুদ্ধে এশিয়ান গেমসে নামার আগে তাঁর লক্ষ্য জানালেন নীরজ।

19তম এশিয়ান গেমসে নীরজ পাক প্রতিদ্বন্দ্বীর সঙ্গে আমনাসামনা হতে চলেছেন ৷ তাঁর আগে অ্যাথলিট বলেন, "গতবার আমি এশিয়ান গেমসে স্বর্ণপদক জিতেছিলাম। এবারও আমি অংশগ্রহণ করছি। ফাইনাল 4 তারিখ (অক্টোবর) ৷ শনিবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে 90 মিটারের মিথ নিয়ে নীরজ বলেন, "আমি খুব কাছাকাছি আছি। এবার নিজে ওই রেকর্ড ভাঙতে চাই। তবে যখন হবে, তখন হবে। আমার কোনও তাড়া নেই। ধারাবাহিক পারফরম্যান্স নিয়ে খুশি।" তিনি আরও জানান, তাঁর ধারাবাহিকতা ভালো ট্রেনিংয়ের ফলেই সম্ভব হয়েছে। নীরজ বলেন, "টেকনিক নিয়ে কাজ করছি। যার ফলে উন্নতি হচ্ছে। দু'টি ন্যাশনাল রেকর্ড হয়েছে। মাঝে চোট পেয়েছিলাম। তা কাটিয়ে উঠেছি। তাতেই খুশি।"

ABOUT THE AUTHOR

...view details