Narendra Modi: সফরের শেষদিনে পিরামিড দর্শন, মিশরে ইতিহাস যাপন মোদির - প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পাঁচ
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পাঁচ দিনের আমেরিকা এবং মিশর সফরের রবিবেরই ছিল শেষদিন । আর শেষদিনেই প্রধানমন্ত্রী ঘুরে দেখলেন মিশরের অন্যতম সেরা আকর্ষণ পিরামিড । তাঁর সঙ্গে ছিলেন সেদেশের রাষ্ট্রপ্রধানও । পরে তাঁর দুই দিনের সফর শেষ করে প্রধানমন্ত্রী টুইটে লেখেন, "পিরামিডে আমার সঙ্গে আসার জন্য আমি প্রধানমন্ত্রী মোস্তফা মাদবৌলিকে ধন্যবাদ জানাই। দু'দেশের জাতির সাংস্কৃতিক, ইতিহাস এবং ভবিষ্যতে এই সংযোগগুলিকে কীভাবে আরও গভীর এবং উন্নত করা যায়, সে বিষয়ে আমাদের মধ্য়ে একটি সুসংহত ও সমৃদ্ধ আলোচনা হয়েছে ।" এদিন পিরামিডের সামনেই প্রধানমন্ত্রীর হাতে ফ্য়ারেওয়ের একটি রেপ্লিকা তুলে দেন সে দেশের প্রধানমন্ত্রী । তাঁদের দু'জনের মধ্য়ে পিরামিডের সামনেই বেশ কিছুক্ষণ আলোচনাও হয় । পাশাপাশি পিরামিডের কিউরেটরের সঙ্গেও কথা বলতে দেখা যায় প্রধানমন্ত্রীকে । যাবতীয় বিষয় যে তিনি প্রধানমন্ত্রীকে বুঝিয়েছেন তা ছবিতেই স্পষ্ট । পিরামিডের পাশাপাশি এদিন মিশরের সুপ্রাচিন এবং ঐতিহাসিক আল-হাকিম মসজিদেও গিয়েছিলেন প্রধানমন্ত্রী । পাশাপাশি এদিন তিনি হেলিওপলিস কমনওয়েলথ যুদ্ধে নিহত সৈন্যদের সমাধিস্থলও পরিদর্শন করেন মোদি । সেখানে প্রথম বিশ্বযুদ্ধের সময় শহিদ হওয়া কয়েক হাজার ভারতীয় সেনা জওয়ানদের স্মৃতির উদ্দেশে শ্রদ্ধা জানান তিনি ।