Nandigram Bribe controversy: চাকরির নামে 'প্রতারণা', তৃণমূল নেতাকে ইলেকট্রিক খুঁটিতে বাঁধল এলাকাবাসী - রানিচক বুথের তৃণমূল সভাপতি
তাঁর নাম সঞ্জু গুড়িয়া। তিনি পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম 2 নম্বর ব্লকের আমদাবাদ 2 নম্বর অঞ্চলের রানিচক বুথের তৃণমূল সভাপতি ৷ তাঁকেই ইলেকট্রিক পোস্টে বেঁধে রাখলেন গ্রামবাসীরা । শুধু তাই নয়, এই অবস্থায় তিনি চাকরির নামে কাদের থেকে কত টাকা নিয়েছেন, তাও 'স্বীকার' করতে বাধ্য় করা হয় ৷ এলাকাবাসীর অভিযোগ, একাধিক সরকারি দফতরে চাকরি দেওয়া, বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা দেওয়ার নাম করে বহু স্থানীয়দের থেকে লক্ষ লক্ষ টাকা তুলেছিল এই নেতা । কিন্তু ওই তৃণমূল নেতাকে টাকা দিয়েও কোনও কাজ হয়নি । এদিকে টাকা ফেরত চাইলে টালবাহানা করতে থাকে সঞ্জু গুড়িয়া । তাই গ্ৰামবাসীরা বৃহস্পতিবার ওই নেতাকে রাস্তার পাশে একটি ইলেকট্রিক পোস্টে বেঁধে বসিয়ে রাখে । খবর পেয়ে ঘটনাস্থলে আসে নন্দীগ্রাম থানার পুলিশ । তারা ওই নেতাকে উদ্ধার করে থানায় নিয়ে যায় । তবে তৃণমূল কংগ্রেস এ নিয়ে কোনও প্রতিক্রিয়া দেয়নি (Local TMC leader allegedly taken bribery over job) ।
Last Updated : Feb 3, 2023, 8:31 PM IST