পশ্চিমবঙ্গ

west bengal

পুরোটাই স্বপ্ন মনে হচ্ছে ডার্বির নায়ক নন্দের

ETV Bharat / videos

Nandhakumar Sekar: পুরোটাই স্বপ্ন মনে হচ্ছে ডার্বির নায়ক নন্দ'র, সমর্থকদের উচ্ছ্বাসে আপ্লুত 'মশাল-নায়ক' - Nandhakumar Sekar Reacts over East Bengal Win

By

Published : Aug 13, 2023, 9:04 AM IST

স্বপ্নের ম্যাচে গোল করার স্বপ্নপূরণ নন্দ'র। তিনিই হিরো ৷ শনিবার যুবভারতী ক্রীড়াঙ্গণে ডার্বির নায়কের পুরোটাই অবিশ্বাস্য মনে হচ্ছে। ওড়িশা এফসি থেকে নতুন মরশুমে এসেছেন ইস্টবেঙ্গলে। ফুটবলার হিসেবে ভারতের সবচেয়ে বড় ডার্বি দেখেছেন। এই ম্যাচ ঘিরে উন্মাদনার কথা শুনেছেন। স্বপ্ন ছিল খেলার। বাড়তি হিসেবে গোল করার স্বপ্নও ছিল। শনিবার দুটোই পূর্ণ হওয়ায় আনন্দে ফুটছেন। তাছাড়া ম্যাচের পরে দর্শকদের উন্মাদনা থেকে শুরু করে জয়ের উচ্ছ্বাসে ভেসে যাওয়ার ছবি দেখে ভালো লাগছে নন্দকুমার শেখর। সাড়ে চারবছর পরে ডার্বিতে জয় পেয়েছে ইস্টবেঙ্গল। 

এই ম্যাচের গোল করার পর হরমনজ্যোৎ খাবরা তাঁকে উন্মাদনা কোন পর্যায়ে হবে তা দেখতে বলেছেন। সবটা দেখে আপ্লুত তিনি। মূলত বাঁ-পায়ের ফুটবলার হলেও গোল করেছেন ডান পায়ের সোয়ার্ভিং শটে। এই জন্য কোচ কার্লস কুয়াদ্রাতকে কৃতিত্ব দিতে চান। কারণ প্র্যাকটিসে কোচই তাঁকে বাঁ-পায়ে শট নেওয়ার অনুশীলনে জোর দেওয়ার কথা বলেছিলেন তিনি। সেই কথা অনুসরণ করেই এই সাফল্য এসেছে। তাই কৃতিত্ব দিতে চান কোচকে। ভারতীয় ফুটবলারদের মধ্যে সুনীল ছেত্রীকে আদর্শ মনে করেন। আপাতত ডার্বি জয় আনন্দ দিলেও ডুরান্ড কাপের শেষ আটে পৌঁছতে বুধবার পঞ্জাব ম্যাচ জিততে হবে বলে জানালেন তিনি। 

ABOUT THE AUTHOR

...view details