পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

BJP Nabanna Abhijan: নবান্ন অভিমুখী বাস হাইজ্যাক পুলিশের ! উত্তেজনা দেগঙ্গায় - বিজেপির নবান্ন অভিযান

By

Published : Sep 13, 2022, 3:35 PM IST

Updated : Feb 3, 2023, 8:27 PM IST

বিজেপির নবান্ন অভিযান ঘিরে রাজ্যের বিভিন্ন প্রান্তে দলীয় কর্মী-সমর্থকদের বাধা দেওয়ার অভিযোগ উঠল পুলিশের বিরুদ্ধে (BJP Nabanna Abhijan)। উঠেছে পুলিশের বিরুদ্ধে অতি সক্রিয়তার অভিযোগও (BJP workers agitation at deganga)। উত্তর 24 পরগনার দেগঙ্গার ঘটনা । এখানেও পুলিশের বিরুদ্ধে জোর করে বিজেপি কর্মী-সমর্থকদের বাস থেকে নামিয়ে দেওয়ার অভিযোগ তুলেছেন দলীয় নেতৃত্বের একাংশ । পুলিশের এই আচরণের তীব্র প্রতিবাদ জানিয়ে এ দিন সরব হন তাঁরা । অভিযোগ, নবান্ন অভিমুখী বাস মাঝ রাস্তা থেকেই পুলিশ হাইজ্যাক করে নিয়ে যায় দেগঙ্গা থানায় । উত্তেজনা ছড়ায় দেগঙ্গার বেড়াচাঁপার টাকি রোডে । যদিও যাবতীয় অভিযোগ অস্বীকার করে পুলিশের দাবি, "টাকি রোডের যানজট এড়াতে কেবলমাত্র বিজেপির বাস ঘুরিয়ে দেওয়া হয়েছে । কোনও জোর জবরদস্তি করা হয়নি ৷"
Last Updated : Feb 3, 2023, 8:27 PM IST

ABOUT THE AUTHOR

...view details