পশ্চিমবঙ্গ

west bengal

চন্দ্রকোনার স্কুলে সামুদ্রিক প্রাণীর সংগ্রহশালা

ETV Bharat / videos

School Museum: পড়ুয়া ও শিক্ষকদের প্রচেষ্টায় স্কুলে সামুদ্রিক প্রাণীর সংগ্রহশালা - পশ্চিম মেদিনীপুরের স্কুলে সংগ্রহশালা

By

Published : Feb 2, 2023, 10:55 PM IST

Updated : Feb 3, 2023, 8:40 PM IST

শিক্ষামূলক ভ্রমণে গিয়ে ছাত্রছাত্রীদের সংগ্রহ করে নিয়ে আসা সামুদ্রিক প্রাণী দিয়ে পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা জিরাট হাইস্কুলে তৈরি হল সংগ্রহশালা (Museum of Marine Animals in School)। স্কুলের 168তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে বৃহস্পতিবার এই সংগ্রহশালার উদ্বোধন করেন অতিরিক্ত জেলা বিদ্যালয় পরিদর্শক মানবেন্দ্র ঘোষ । স্কুলের একটি ঘরে সমস্ত সামুদ্রিক প্রাণীকে আলাদা আলাদা জারের মধ্যে রাখা হয়েছে ৷ জারগুলির গায়ে সেই প্রাণী সম্পর্কে একাধিক তথ্য লিখে রাখা হয়েছে ৷ জানা গিয়েছে, বিভিন্ন সময়ে স্কুলের তরফে ছাত্রছাত্রীদের নিয়ে শিক্ষামূলক ভ্রমণে নিয়ে যাওয়া হয় ৷ আর তেমনই বেশ কয়েকবার স্কুলের তরফে দিঘায় শিক্ষামূলক ভ্রমণে নিয়ে যাওয়া হয়েছিল । সেখান থেকেই ছাত্রছাত্রীরা এইসব একাধিক সামুদ্রিক মাছ ও প্রাণী সংগ্রহ করে নিয়ে আসে স্কুলে ৷ এরপর ধীরে ধীরে শিক্ষক-শিক্ষিকাদের সাহায্যে এই সংগ্রহশালা তৈরি করে পড়ুয়ারা (Marine Museum in Paschim Medinipur School)৷ প্রায় 64টি বিভিন্ন প্রজাতির সামুদ্রিক প্রাণীর নমুনা সংগ্রহ করে রাখা হয়েছে এখানে ৷ ছাত্রছাত্রীদের প্রচেষ্টায় স্কুলের উদ্যোগে তৈরি এরকম সংগ্রহশালা জেলায় কেন, রাজ্যেও প্রথম নজির বলেই মনে করছে সকলে ।

Last Updated : Feb 3, 2023, 8:40 PM IST

ABOUT THE AUTHOR

...view details