Groom Donates Blood: নিকাহ কবুলের আসর থেকে উঠে গিয়ে রক্তদান পাত্রের
কাজির সামনে সাদি কবুলের মূহূর্তে বিয়ের আসর থেকে উঠে গিয়ে রক্তদান শিবিরে ছুটলেন দুলহা (Groom Donates Blood)। রক্তদান করেই নতুন জীবন শুরু করতে চান তিনি । বেনজির এই দৃশ্য দেখে অবাক বিয়েবাড়ির কয়েকশো আমন্ত্রিত অতিথি । শনিবার মুর্শিদাবাদের (Murshidabad) সামশেরগঞ্জের ধুলিয়ান শহরের দিঘরি পল্লির বাসিন্দা কাজল শেখের বিয়ের আসর বসেছিল পাশেই কাঁকুড়িয়ায় । পাত্রীর নাম রিঙ্কি খাতুন । সবেমাত্র কাজি বিয়ের কলমা পড়তে শুরু করেছেন । এর পরেই দুলহা দুলহনের নিকা কবুলের পর্ব । ঠিক সেই মূহূর্তেই বন্ধু আলাউদ্দিন শেখের ফোন আসে । ফোনের অপর প্রান্ত থেকে আলাউদ্দিন জানান, ডাকবাংলায় রক্তদান শিবির চলছে । কিন্তু আজ তোর বিয়ে । জবাবে পাত্র কাজল শেখ বলেন, "বিয়ে তো কী হয়েছে ! আমি আসছি ।" সবাই শুনে হতবাক । কিন্তু কারও কোনও বাধা না মেনে সোজা রক্তদান শিবিরে হাজির হয়ে রক্তদান করলেন বর ৷ এরপর সেখান থেকে ফিরে এসে নিকাহ কবুল করেন তিনি । তাঁর এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন উপস্থিত সবাই ৷
Last Updated : Feb 3, 2023, 8:29 PM IST