Mobile Thief Arrested : নিউটাউনে গ্রেফতার মোবাইল চুরি চক্রের দুই পাণ্ডা - নিউটাউনে গ্রেফতার মোবাইল চুরি চক্রের দুই পাণ্ডা
মোবাইল চুরি চক্রের দুই পাণ্ডাকে গ্রেফতার করল টেকনোসিটি থানার পুলিশ (Mobile Thief Arrested from Newtown)। নিউটাউনের বিভিন্ন জায়গা থেকে মোবাইল চুরির অভিযোগ আসছিল পুলিশের কাছে ৷ গোপন সূত্রে খবর পেয়ে গতকাল রাতে নিউটাউনের 21 নম্বর ট্যাংকের কাছে হানা দেয় পুলিশ । সাব্বাত আলী মোল্লা(পোলের হাট) ও অরিজিৎ সরকার(রাজারহাট) এই দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয় । ধৃত দুজনের কাছ থেকে উদ্ধার হয়েছে সাতটি স্মার্টফোন-সহ মোট নয়টি মোবাইল । প্রাথমিক জিজ্ঞাসাবাদে করে পুলিশ জানতে পারে এরা শুধু নিউটাউন নয়, এর আগেও রাজারহাট-সহ বিভিন্ন জায়গায় চুরির ঘটনা ঘটিয়েছে । ধৃতদের আজ বারাসাত আদালতে তোলা হয় ।
Last Updated : Feb 3, 2023, 8:24 PM IST