পশ্চিমবঙ্গ

west bengal

By

Published : Nov 30, 2022, 10:55 PM IST

Updated : Feb 3, 2023, 8:34 PM IST

ETV Bharat / videos

Jewellery Loot: সোনার অলঙ্কার পরিষ্কারের নামে প্রতারণা ! লক্ষাধিক টাকার গয়না সমেত চম্পট দুষ্কৃতীদের

সোনা পরিষ্কারের নাম করে অলঙ্কারের জায়গায় পাথর ধরিয়ে চম্পট দিল দুষ্কৃতীরা (Miscreants loot jewellery worth over lakhs) ৷ ঘটনাটি ঘটেছে শিলিগুড়ি 24 নম্বর ওয়ার্ডের ডাবগ্রাম এলাকায় । জানা গিয়েছে, বুধবার সকালে রূপা সাহা নামে এক মহিলার বাড়িতে যায় দু'জন ব্যক্তি । তারা খুব অল্প টাকার বিনিময়ে সোনা, রূপার অলঙ্কার-সহ পিতলের সামগ্রী পরিষ্কার করে দেবে বলে দাবি করে । তাদের কথা মতো রূপা প্রথমে পিতল ও পায়ের তোড়া পরিষ্কার করার জন্য দেন । তারা সেগুলো পরিষ্কারও করে দেয় । এরপর তারা সোনার অলঙ্কার পরিষ্কার করার দাবি করে । সেইমতো ওই মহিলা গলার চেন, হাতের আংটি খুলে দেন । আর অলঙ্কার খুলে দিতেই পরিষ্কারের নাম করে প্লাস্টিকের ঠোঙার মধ্যে পাথর ঢুকিয়ে দিয়ে সেগুলি নিয়ে চম্পট দেয় (Jewellery Loot) । খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় শিলিগুড়ি (Siliguri) থানার পুলিশ ও ওয়ার্ড কমিটির সদস্যরা ।
Last Updated : Feb 3, 2023, 8:34 PM IST

ABOUT THE AUTHOR

...view details