পশ্চিমবঙ্গ

west bengal

রায়গঞ্জে দুষ্কৃতী হামলা

ETV Bharat / videos

Miscreants Attack: লটারির দোকানে দুষ্কৃতী হামলা, তদন্ত শুরু পুলিশের - দোকানে দুষ্কতী হামলা

By

Published : May 25, 2023, 10:58 PM IST

লটারির দোকানে দুষ্কৃতী হামলা ৷ বুধবার রায়গঞ্জ শহরের ঘড়ি মোড় এলাকার ঘটনা । আক্রান্ত হয়েছেন দোকানের মালিক সুজিত রায় ও কর্মী সন্তু মহন্ত । এই ঘটনায় ইতিমধ্যেই রায়গঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছেন লটারি ব্যবসায়ী ৷

জানা গিয়েছে, রায়গঞ্জ শহরের ঘড়ি মোড় এলাকায় এনএস রোডের ধারে দীর্ঘদিনের একটি লটারির পাইকারি দোকান রয়েছে ওই ব্যবসায়ীর । দোকানে খদ্দেরের আনাগোনা হয় বেশ ভালো । সূত্রের খবর, মঙ্গলবার এক ব্যক্তি একটি জয়ী লটারির টিকিট নিয়ে সেই দোকানে আসেন ৷ টিকিটের ফলাফল অনুযায়ী তিনি 45 হাজার টাকা জয়ী হয়েছিলেন । সমস্ত তথ্য যাচাই করে তাকে পরেরদিন আসতে বলেন দোকানদার ৷ সেই অনুযায়ী বুধবার রাতে ওই ব্যক্তি যথারীতি টিকিট ভাঙাতে সেখানে হাজির হন । তাকে প্রাপ্য মিটিয়ে দেন দোকানদাররা ৷

ওই ব্যবসায়ী জানান, বিজেতাকে কিছুক্ষণ অপেক্ষা করার কথা বলতেই তিনি রেগে যান ৷ অভিযোগ, এরপর ওই ব্যক্তি অশ্রাব্য ভাষায় গালিগালাজ করতে থাক । ব্যবসায়ী সুজিত রায়কে মারধর করেন ৷ দোকানের কর্মী সন্তু মহন্ত তাকে বাধা দিলে সন্তুকে হুমকি দিয়ে সেদিনের মতো চলে যান ওই ব্যক্তি । এর কিছুক্ষণ পর মদ্যপ অবস্থায় জন কয়েক দুস্কৃতীকে নিয়ে দোকানে তাণ্ডব শুরু করেন বলে অভিযোগ । এদিন রাতেই রায়গঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয় । ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ৷ 

ABOUT THE AUTHOR

...view details