পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

Budbud Shop Loot: বুদবুদে মুদির দোকানে লুঠ, খোয়া গেল নগদ 30 হাজার টাকা - বুদবুদ

By

Published : Sep 3, 2022, 8:22 PM IST

Updated : Feb 3, 2023, 8:27 PM IST

মুদির দোকানে দুঃসাহসিক লুঠের অভিযোগ ৷ আগ্নেয়াস্ত্র দেখিয়ে নগদ প্রায় 30 হাজার টাকা লুঠ করে নিয়ে গেল দুষ্কৃতীরা ৷ শুক্রবার রাত 10টা নাগাদ ঘটনাটি ঘটে পূর্ব বর্ধমানের (Purba Bardhaman) বুদবুদ (Budbud) থানা এলাকার মানকর ক্যাম্প মোড়ে ৷ দোকানের মালিক জানিয়েছেন, ঘটনার সময় দোকানে কয়েকজন ক্রেতা ছিলেন ৷ সেই সময় হঠাৎই ভিতরে ঢুকে পড়ে দুষ্কৃতীরা ৷ তাদের সকলের মুখ ঢাকা ছিল ৷ প্রত্যেকেই ছিল সশস্ত্র এবং হিন্দিভাষী ৷ প্রথমে দুষ্কৃতীরা ক্রেতাদের ভয় দেখিয়ে দোকান থেকে বের করে দেয় ৷ তারপর দোকানের ক্যাশবাক্স থেকে সমস্ত টাকা লুঠ করে ৷ দোকানদারের পকেটে যত টাকা ছিল, তাও কেড়ে নেয় ৷ তারপর এলাকা থেকে চম্পট দেয় ৷ লুঠের ঘটনা দোকানের ভিতরে রাখা সিসিটিভি ক্যামেরায় রেকর্ড হয় ৷ বুদবুদ থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে ৷
Last Updated : Feb 3, 2023, 8:27 PM IST

ABOUT THE AUTHOR

...view details