পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

Udayan Son Threatens BJP: বিজেপি কর্মীদের ধোলাইয়ের নিদান উদয়ন পুত্রের - উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ

By

Published : Dec 29, 2022, 8:08 PM IST

Updated : Feb 3, 2023, 8:37 PM IST

এবার বিজেপি কর্মীদের ধোলাই দেওয়ার নিদান দিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহের (North Bengal Development Minister Udayan Guha) পুত্র সায়ন্তন । বুধবার রাতে দিনহাটা ভিলেজ-1 গ্রাম পঞ্চায়েতের এক কর্মীসভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি এই নিদান দেন । তিনি বলেন, বিজেপির কোন কর্মী যদি আমাদের কোন কর্মীর দিকে আঙুল তুলে তাকায়, তাহলে একটাই দাওয়াই আরাম ধোলাই । মন্ত্রী পুত্রের এই মন্তব্য ঘিরে শোরগোল পড়ে গিয়েছে । জানা গিয়েছে, একটি বেসরকারি ব্যাংকের উচ্চপদে কর্মরত উদয়ন-পুত্র সায়ন্তন গুহ (Udayan Son Threatens BJP) । বছরের বেশিরভাগ সময়টাই কর্মসূত্রে বাইরে থাকলেও মাঝেমধ্যে দিনহাটায় আসেন তিনি । বাবার নির্বাচনী ক্ষেত্র দিনহাটা বিধানসভা কেন্দ্রের বিভিন্ন এলাকায় ঘুরে বেড়ান । তৃণমূলে না যোগ দিয়েও বিভিন্ন দলীয় কর্মসূচিতে অংশ নেন সায়ন্তন ৷
Last Updated : Feb 3, 2023, 8:37 PM IST

ABOUT THE AUTHOR

...view details