Tribute to Pele: যুবভারতীতে পেলের শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান রাজ্য ক্রীড়া দফতরের - পেলের শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান রাজ্য ক্রীড়া দফতরের
প্রয়াত হয়েছেন ফুটবল সম্রাট পেলে (Pele) ৷ তাঁর প্রয়াণে পশ্চিমবঙ্গ রাজ্য ক্রীড়া দফতরের (State Sports Department) তরফে শুক্রবার যুবভারতীতে (Yuva Bharati) একটি শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানের আয়োজন করা হয় ৷ এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস (Minister Aroop Biswas)-সহ বিভিন্ন ক্লাবের শীর্ষ কর্তারা ৷ পেলের ছবিতে মাল্যদান করা হয় এবং বিভিন্ন ক্লাবের পতাকা তার ছবির সামনে রাখা হয় ।
Last Updated : Feb 3, 2023, 8:37 PM IST