Akhil Giri Heckled: ফের গণ্ডগোল নবজোয়ারে, অভিষেকের নিরাপত্তারক্ষীর হাতে আহত মন্ত্রী অখিল গিরি - Minister Akhil Giri hackled
নবজোয়ার কর্মসূচিতে যাওয়ার পথে বুধবার আহত হলেন রাজ্যের কারামন্ত্রী অখিল গিরি । এদিন কর্মসূচি যখন কাঁথি সেন্ট্রাল বাসস্ট্যান্ড থেকে শুরু হয়ে স্বাধীনতা সংগ্রামী বীরেন্দ্রনাথ শাসমলের জন্মভিটেয় আসার সময় অভিষেকের নিরাপত্তারক্ষী হাতে ধাক্কা খেয়ে আহত হন কারামন্ত্রী । বুধবার উত্তর কাঁথির মুকুন্দপুরে অভিষেকের র্যালির পর তিনি যখন চণ্ডীভেটির দিকে যাওয়ার সময় অখিল গিরি হেঁটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গাড়ির দিকে যাচ্ছিলেন ৷ সেই সময় নিরাপত্তারক্ষীরা তাঁকে ঠেলাঠেলি করে সরিয়ে দেয় বলে জানান মন্ত্রী । সেই সময় আহত হন তিনি ৷
তিনি বলেন, "নিরাপত্তারক্ষীরা আমাকে ঠেলাঠেলি করে সরিয়ে দেওয়ার সময় হাতে আঘাত পেয়েছি প্রচণ্ড ।" তৃণমূলের নবজোয়ারে রাজ্যের মন্ত্রী বাধাপ্রাপ্ত হওয়ার ঘটনায় জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে । তারপর নিরাপত্তারক্ষীর সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন মন্ত্রী । তারপরে তৃণমূলের কর্মী সমর্থকরা ও পুলিশ প্রশাসন অখিল গিরিকে সরিয়ে নিয়ে যায় ।
এই বিষয়ে কটাক্ষ ছুঁড়ে দিয়েছে বিজেপি । বিজেপির কাঁথি সাংগঠনিক জেলার সহ-সভাপতি অসীম মিশ্র বলেন, "ভাইপোর কর্মসূচিতে মন্ত্রীরাও ছাড় পাচ্ছেন না । রাজ্যের মন্ত্রীদেরও আঘাত করছে । কারণ ভাইপো এখানে এসেছেন তোলা তুলতে । এখন তৃণমূলের কোনও নেতাদের উপরও বিশ্বাস নেই ভাইপোর ।"