পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

FIFA World Cup 2022: প্রাপ্তির ঝুলিতে বিশ্বকাপও ! লিও'র শ্রেষ্ঠত্বে একমত ফুটবলপ্রেমীরা

By

Published : Dec 19, 2022, 5:39 PM IST

Updated : Feb 3, 2023, 8:36 PM IST

কাতারের আমির ট্রফি তোলার আগে উটের লোম এবং ছাগলের পশম দিয়ে তৈরি রয়্যালটিদের পোশাক 'বিষ্ট' পরিয়ে দেন লিওনেল মেসিকে । ঠিক যেমনটা দেখা যায় ম্যাজিশিয়ানদের গায়ে । অবশ্য, আর্জেন্তাইনদের কাছে মেসি তো ম্যাজিশিয়ানই । যার বাঁ-পায়ের শিল্প ভুলিয়ে দেয় সব দুঃখ । দেশের অর্থনৈতিক অবস্থা টালমাটাল । নিত্য প্রয়োজনীয় জিনিস অগ্নিমূল্য । মুদ্রাস্ফীতির হার তিন অঙ্ক ছুঁতে চলেছে । আর্জেন্তাইনদের আশা, বিশ্বকাপ ঘরে আসায় এবার সমস্ত সমস্যা মিটে যাবে । আধুনিক ফুটবল ঈশ্বরের বাঁ-পায়েই ঘুচবে যাবতীয় দুঃখ । মেসি-ম্যাজিকে শান্ত হবে দেশ ।আর্জেন্তিনা ফাইনালে ওঠার পর থেকেই তাই উৎসব শুরু হয়েছিল আর্জেন্তিনাজুড়ে । সেজে উঠেছে মেসির শৈশবের শহর, রোজারিও । ফলে ফুটবল ঈশ্বরের লড়াইটা শুধু ট্রফি ক্যাবিনেটের শোভা বাড়ানোই ছিল না, ছিল ধুঁকতে থাকা দেশবাসীর মনে আশার সঞ্চার ঘটানো । দেশ বিশ্বসেরা হওয়ার পরেই রাস্তায় ঢল নেমেছে মানুষের । অকাল উৎসবে ভাসছে দিয়েগোর দেশ (FIFA World Cup 2022) ।
Last Updated : Feb 3, 2023, 8:36 PM IST

ABOUT THE AUTHOR

...view details