International Day against Drug Abuse: মাদকাসক্তদের জীবনের মূল স্রোতে ফেরাতে অনুরোধ নগরপালের - মাদকাসক্তদের জীবনের মূল স্রোতে ফেরাতে অনুরোধ নগরপালের
আগামিকাল বিশ্ব মাদক বিরোধী দিবস । বিশ্ব মাদক বিরোধী দিবস উপলক্ষে কলকাতা পুলিশের আলিপুর বডিগার্ড লাইসেন্স একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে । সেখানে উপস্থিত থাকবেন কলকাতা পুলিশের গোয়েন্দা প্রধান মুরলিধর শর্মা থেকে শুরু করে একাধিক উচ্চপদস্থ আধিকারিকরা । তার আগে আজ কলকাতা পুলিশের নগরপাল বিনীত গোয়েল সাধারণ মানুষের উদ্দেশ্যে মাদক থেকে দূরে থাকার বার্তা দিলেন (Message from Vineet Goyal on International Day against Drug Abuse)। তিনি বলেন, "কোনও ব্যক্তি যদি মাদকাসক্ত হয়ে পড়েন তাহলে সেই খবর সরাসরি কলকাতা পুলিশ বা স্থানীয় থানায় জানান । পুলিশ সেই মাদকাসক্ত ব্যক্তির চিকিৎসার ব্যবস্থা করবে ।"
Last Updated : Feb 3, 2023, 8:24 PM IST
TAGGED:
বিশ্ব মাদক বিরোধী দিবস