Meeting on Dengue: ভাটপাড়ায় ডেঙ্গি নিয়ে জরুরি বৈঠক জেলাশাসকের - ব্যারাকপুরের পুলিশ কমিশনার আলোক রাজোরিয়া
ভাটপাড়া পৌরসভায় (Bhatpara Municipality) ডেঙ্গি পরিস্থিতি নিয়ে জরুরি বৈঠক হয়ে গেল রবিবার (Meeting on Dengue)। এই বৈঠকে উপস্থিত ছিলেন জেলাশাসক (District Magistrate) শরদ দ্বিবেদী, মহকুমাশাসক (SDO) সুব্রত বারিক, ব্যারাকপুরের পুলিশ কমিশনার (CP) আলোক রাজোরিয়া-সহ ভাটপাড়া পৌরসভার চেয়ারম্যান (Chairman) এবং কাউন্সিলর (Councillor) প্রত্যেকে । বৈঠকে এদিন ডেঙ্গি নিয়ে দীর্ঘক্ষণ আলোচনা হয় ৷ বৈঠকে শেষে জেলাশাসক জানান, ওই এলাকায় বেশ কয়েকটি জায়গায় ডেঙ্গি আক্রান্তের খবর পাওয়া গিয়েছে । সেইমতো তারা পৌরসভার আধিকারিক-সহ কাউন্সিলর, চেয়ারম্যানদের নিয়ে আলোচনা করেছেন ।
Last Updated : Feb 3, 2023, 8:32 PM IST