Md Salim: শীতলকুচির সভা থেকে তৃনমূলকে আক্রমণ সেলিমের - md salim slams tmc
চাকরি প্রার্থীদের বিরুদ্ধে করা পুলিশের মামলা নিয়ে সরব হলেন সিপিএমের রাজ্য সম্পাদক মহ:সেলিম ৷ বৃহস্পতিবার দলের জনসভা থেকে রাজ্য সরকারকে তীব্র আক্রমণ করেন তিনি (Md Salim spoke about the alleged recruitment scam) ৷ তিনি জানান, যারা অপরাধ করেছে, সেই অপরাধীকে পাহাড়া দিচ্ছে পুলিশ ৷ অনেক মিথ্য়া মামলা করেছে পুলিশ ৷ রাজ্য সরকার পুলিশ প্রশাসন দলদাসে পরিণত হয়েছে ৷
Last Updated : Feb 3, 2023, 8:32 PM IST