পশ্চিমবঙ্গ

west bengal

মহম্মদ সেলিম

ETV Bharat / videos

Md. Salim in Cooch behar: 'তৃণমূল খুন করতে এলে আমরাই বাঁচাব' পুলিশকে বার্তা সেলিমের - Salim gave massage to the police force

By

Published : Jun 2, 2023, 10:30 AM IST

কোচবিহারের দলীয় সভা থেকে পুলিশকে বিশেষ বার্তা দিলেন সিপিএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম ৷ তিনি জানান, তৃণমূল পুলিশেকে খুন করতে এলে বামেরাই বাঁচাবে ৷ পালটা পুলিশও যাতে তৃণমূলের কথায় মানুষ খুনের মতো কাজ না করে ৷ রাজ্য়ে পঞ্চায়েত নির্বাচনের আগে দলীয় কর্মীদের চাঙ্গা করতে বৃহস্পতিবার কোচবিহারের মেখলিগঞ্জে এক সভার আয়োজন করা হয়েছিল ৷ সেই সভাতেই এই বার্তা দেন সেলিম ৷

এদিনের কর্মিসভা শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সেলিম বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন । তিনি বলেন "পুলিশকে আমরা বলেছি নিয়ম মেনে চল । কারও দলদাসত্ব করবে না । অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তৃণমূলের নবজোয়ার কর্মসূচিতে চারটি জেলার পুলিশ তার পিছনে ছুটছে । সেখানে তৃণমূল কম, পুলিশ বেশি । এই দালালি করে বেশিদিন চলবে না ।"

রাজ্যে শিক্ষা ব্যবস্থা নিয়েও প্রশ্ন তোলেন সিপিএম নেতা ৷ তিনি জানান, বর্তমানে শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়েছে ৷ শিক্ষার বেসরকারিকরণে জোর দিচ্ছে রাজ্য সরকার ৷ পাশাপাশি, আসন্ন পঞ্চায়েত নির্বাচন প্রঙ্গেও দলীয়কর্মীদের বিশেষ বার্তা দেন তিনি । এই সভায় সেলিম ছাড়াও উপস্থিত ছিলেন কোচবিহার জেলা কমিটির সদস্য বিপিন শীল থেকে শুরু করে আতাবুল ইসলামের মতো দলীয় নেতারা ।

ABOUT THE AUTHOR

...view details