Mayapur ISKCON: শুরু দ্বীপদান পর্ব, ভক্তদের প্রদীপের আলোয় আলোকিত মায়াপুর ইসকন - নবদ্বীপের মায়াপুর ইসকন
দীপাবলিতে সমগ্র দেশে আলোর উৎসব হলেও তার আগেই হাজার হাজার দ্বীপ জ্বলে উঠল মায়াপুর ইসকন মন্দিরে (ISKCON) ৷ ভক্তদের হাতে দেখা গেল প্রদীপ । তার আলোয় আলোকিত হয়ে উঠল নবদ্বীপের মায়াপুর ইসকন ৷ প্রতিদিন সন্ধ্যায় হাজার হাজার দেশি ও বিদেশি ভক্ত ভগবানের উদ্দেশ্যে দ্বীপ দান করতে ছুটে আসে মায়াপুর চন্দ্রোদয় মন্দিরে (Mayapur Chandrodaya Mandir) । সমস্ত ভক্ত এবং দর্শনার্থীদের জন্য বিনামূল্যে প্রদীপ দেওয়া হয় ইসকনের তরফ থেকে । সেই প্রদীপ ভগবানের উদ্দেশ্যে জানানো হয় বিগ্ৰহের সম্মুখে । এভাবেই গোটা কার্তিক মাস অর্থাৎ রাস পূর্ণিমা পর্যন্ত এই দ্বীপদান পর্ব চলবে বলে ইসকনের তরফ থেকে জানা গিয়েছে ।
Last Updated : Feb 3, 2023, 8:29 PM IST