পশ্চিমবঙ্গ

west bengal

বিধ্বংসী আগুনে ধ্বংস বসত বাড়ি

ETV Bharat / videos

House Destroy in Fire: বিধ্বংসী আগুনে ভস্মীভূত বাড়ি, দেখুন ভিডিয়ো - বাঁকুড়ার ইন্দাস থানার অন্তর্গত তিশালন গ্রাম

By

Published : Apr 12, 2023, 9:12 AM IST

ভয়াবহ আগুনে পুড়ে ছাই বসতবাড়ি । মঙ্গলবার সন্ধ্যায় বাঁকুড়ার ইন্দাস থানার অন্তর্গত তিশালন গ্রামের ঘটনা ৷ রান্নার সিলিন্ডার বিষ্ফোরণের জেরে আগুন লাগে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে ৷ এই বাড়িতে স্বপন দুলে এবং তার পরিবারের বাস করেন । হঠাৎই এদিন আগুনের লেলিহীন শিখা মুহূর্তের মধ্যে গ্রাস করে নেয় সর্বস্ব। পরিবার সূত্রে, মঙ্গলবার সন্ধ্যাবেলায় রান্না করার সময় হটাৎই গ্যাস সিলিন্ডাল লিক করে ৷ সেখান থেকেই আগুন লাগার ঘটনাটি ঘটেছে ৷

আগুন দেখতে পেয়েই স্থানীয় বাসিন্দারা দমকলে খবর দেওয়ার চেষ্টা করেন ৷ কিন্তু দমকলে খবর দেওয়া সম্ভব হয়নি ৷ অবশেষে গ্রামবাসীরাই এগিয়ে আসেন আগুন নেভানোর কাজে ৷ তাঁরাই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে আগুন ৷ এই অগ্নিকাণ্ডে হতাহত কেউ হননি ৷ তবে ক্ষয়ক্ষতির পরিমাণ বিরাট। স্বপন দুলের পরিবার সূত্রে খবর, বাড়িতে যা কিছু ছিল আসবাবপত্র থেকে শুরু করে জামা কাপড়, খাবার দাবার, নগদ টাকা এমনকী বৈধ নথিপত্র সবকিছু পুড়ে ছাই হয়ে গিয়েছে । সংসার কীভাবে চলবে তা নিয়েও সংশয়ে তাঁরা । সরকারি সাহায্যের দিকেই তাকিয়ে রয়েছে পরিবার।

ABOUT THE AUTHOR

...view details