পশ্চিমবঙ্গ

west bengal

ষাঁড়ের লড়াই

ETV Bharat / videos

Viral Video of Bull Fight: ছাদনা তলায় ষাঁড়ের লড়াই, বন্ধ হল বিয়ে - বন্ধ হল বিয়ে

By

Published : Mar 13, 2023, 8:36 PM IST

গুজরাতের আমরেলির চালালা গ্রামের একটি বিয়ের অনুষ্ঠানের ভিডিয়ো সম্প্রতি ভাইরাল হয়েছে (Video of Bull Fight) ৷ তাতে দেখা গিয়েছে, বিয়ের মণ্ডপে বর-কনের পাশে দু'টি ষাঁড় লড়াই করছে ৷ হঠাৎই একটি ষাঁড় দৌড়ে এসে আরেকটি ষাঁড়কে সিং দিয়ে গুঁতিয়ে দেয়। ব্যস ! তারপরই তাদের লড়াই শুরু হয় ৷ তখন অনুষ্ঠানে আমন্ত্রিত সকলেই ষাঁড় দু'টিকে তাড়ানোর চেষ্টা করলেও লড়াই অব্যাহত থাকে ৷ মাইকে করে অ্যানাউসমেন্ট করা হয় বিয়ে এখন স্থগিত থাকবে (Marriage Ceremony Stopped on Bull Fight)। লোকজনরা ষাঁড় দু'টিকে তাড়াতে জল ছেটায়, কিন্তু তাতে তারা তোয়াক্কা না-করে নিজেদের দঙ্গলে মত্ত থাকে ৷ তবে কেউ তাদের ধারে কাছে যেতে সাহস পাননি। যদিও এই ঘটনায় কোনও প্রাণহানির ঘটনা ঘটেনি। ষাঁড়ের এই লড়াইয়ের ভিডিয়ো অনুষ্ঠানে উপস্থিত অনেকেই ক্যামেরাবন্দি করেছেন ৷ তাদের এই লড়াই চলে প্রায় আধঘণ্টা ধরে ৷ বিয়েবাড়ির ভোজ খেতে এসে ষাঁড়ের লড়াই দেখে কেউ কেউ আবার সেখান থেকে পালিয়ে গিয়েছেন ৷ যদিও আধঘণ্টা পর ষাঁড় দু'টি চলে গেলে মণ্ডপ আবার সাজানো হয়। তারপর বর ও কনের চারহাত এক হয় ৷ 

ABOUT THE AUTHOR

...view details