পশ্চিমবঙ্গ

west bengal

Earthquake in Nepal

ETV Bharat / videos

Earthquake in Nepal: দগদগে স্মৃতি উসকে দিল ভূমিকম্প, চারিদিকে হাহাকার ; দেখুন ভিডিয়ো - নেপাল

By ETV Bharat Bangla Team

Published : Nov 4, 2023, 2:22 PM IST

Updated : Nov 4, 2023, 2:34 PM IST

প্রবল কম্পনে তছনছ হয়ে গিয়েছে নেপালের বিস্তীর্ণ এলাকা। চারিদিকে চিৎকার আর হাহাকার ৷ বাড়ি-ঘর তাসের ঘরের মতো ভেঙে এদিক-সেদিক ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ৷ শুক্রবার রাতের ঘটনায় মৃতের সংখ্যা প্রায় 150। আহত বহু ৷ মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা ৷ খবর পেয়েই সকালে ঘটনাস্থল পরিদর্শনে গিয়েছেন নেপালের প্রধানমন্ত্রী পুষ্প কমল দাহাল। হেলিকপ্টারে রওনা হয়েছেন তিনি ৷ জানা যাচ্ছে নেপালের পাহাড়ের কোলে থাকা জাজারকোট গ্রামই সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। 

ভূমিকম্প টের পাওয়ার পরই নেপালের বহু এলাকার মানুষ ভয় পেয়ে ঘরবাড়ি থেকে বেরিয়ে আসেন। চওড়া চওড়া ফাটল ধরে অনেক বাড়িতে। অনেক বাড়ি হুড়মুড়িয়ে ভেঙে পড়েছে ৷ পাশাপাশি দুমড়ে-মুচড়েও গিয়েছে বহু বাড়ি। সেই ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে মৃত্যু হয়েছে অনেকের। চারিদিকে ধ্বংসলীলার ছবি। ধসে পড়া ভবনগুলির নীচে এখনও অনেকে চাপা রয়েছেন বলে আশঙ্কা। 

নেপালের ভূকম্পনের প্রভাবে কেঁপে উঠেছিল সুদূর দিল্লির মাটিও। দিল্লি ছাড়া এনসিআর, অযোধ্যা, লখনউ, বিহার-সহ উত্তর ভারতের বড় অংশের মাটিতে কম্পন অনুভূত হয়েছিল। বেশ কিছুক্ষণ ধরে টের পাওয়া গিয়েছিল কম্পন। সেইসঙ্গে এই ঘটনা আবারও একবার মনে করাচ্ছে 2015 সালের সেই ভয়ংকর পরিস্থিতি ৷ যদিও 2015 সালের সেই ভয়াবহ ভূমিকম্পের থেকে শুক্রবার মাঝরাতে হওয়া ভূমিকম্পের তীব্রতা কম। তবে অভিঘাত কম হবে কি না, তা এখনও স্পষ্ট করে বলা যাচ্ছে না।

Last Updated : Nov 4, 2023, 2:34 PM IST

ABOUT THE AUTHOR

...view details