Bombs Recover in Farakka: ফরাক্কায় রং-বেরঙের বোমা উদ্ধার ঘিরে চাঞ্চল্য
ফরাক্কায় উদ্ধার 25টি তাজা বোমা ৷ সেই বোমা আবার যে সে বোমা নয়, রঙিন বোমা ৷ দেখলে ভুল হতে পারে রঙিন বল ভেবে ৷ সেই খবর এলাকায় ছড়িয়ে পড়তেই এলাকাবাসী ভিড় জমায় বোমা দেখতে ৷ সোমবার সকালে ফরাক্কা থানার মহেশপুর পঞ্চায়েতের অন্তর্গত শিবতলা এলাকার একটি আম বাগান থেকে বোমাগুলি ও বোমা তৈরির মশলা উদ্ধার করে সিআরপিএফ-এর 310 নম্বর ব্যাটেলিয়নের সি/234 কম্যাড্যান্ট আশিস বিশ্বকর্মা ও ফারাক্কা থানার পুলিশ ৷ বোমা উদ্ধারের পরেই এলাকাটি ঘিরে রেখেছে পুলিশ ও সিআরপিএফ জওয়ান ৷ কে বা কারা সেখানে বোমাগুলি রেখেছে, তা জানতে তদন্ত করে দেখছে পুলিশ ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার সকালে ফরাক্কার এক আমবাগানে রঙিন বোমাগুলি নজরে আসে স্থানীয় বাসিন্দাদের । স্থানীয়রাই ফরাক্কা ব্যারেজে কর্তব্যরত সিআরপিএফ কর্মীদের সমস্ত বিষয়টি জানায় । সিআরপিএফ জওয়ান ও ফরাক্কা থানার পুলিশ যৌথ অভিযানে আমবাগান থেকে বোমাগুলি উদ্ধার হয়। খবর দেওয়া হয়েছে বম্ব স্কোয়াডকেও । কে বা কারা বোমাগুলি মজুত রেখেছিল, তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ । বোমাগুলি বিভিন্ন রঙের কেন, কারণ খতিয়ে দেখছে পুলিশ । সাধারণ মানুষের দাবি, রঙিন বোমা দেখতে বেশ আকর্ষণীয় । বাচ্চাদের নজরে পড়লে উৎসাহিত হয়ে তারা খেলার বল মনে খেলতে পারত । তাতে ভয়ঙ্কর ঘটনা ঘটতে পারত । বড় কোনও দুর্ঘটনা ঘটার আগেই বোমাগুলি উদ্ধার করেছে পুলিশ ৷