Manoj Tiwary: ‘গোপন রাজনীতির জন্য হয়তো সরতে হলো দাদাকে’: প্রাক্তন ক্রিকেটার তথা মন্ত্রী মনোজ তিওয়ারির - Sourav Ganguly
বিসিসিআই-এর সভাপতির পদ থেকে সৌরভ গঙ্গোপাধ্যায়ের সরে যাওয়া বাংলার ক্রিকেটরদের পক্ষে বড় ক্ষতির বিষয় এমনটাই জানালেন প্রাক্তন ক্রিকেটার ও রাজ্যের মনোজ তিওয়ারি (Manoj Tiwary) ৷ এদিন ‘দাদা’-র সরে যাওয়া নিয়ে সরব হয়েছেন তিনি ৷ এই প্রসঙ্গেই তিনি জানান, ঠিক কী কারণে দাদেক বোর্ড প্রেসিডেন্ট থেকে সরে যেতে হল তা তিনি বলতে পারবেন না (manoj-tiwary blamed internal politics of bcci for probbable exit of sourav ganguly as president ) ৷ তবু নিজের তিক্ত অভিজ্ঞতা থেকে যে টুকু তিনি উপলব্ধি করেছেন, তা হল তিনি রাজনীতির শিকার ৷ বিনা কারণে শতরান করে শ্রেষ্ঠ খেলোয়াড় নির্বাচিত হওয়ার পরেও মাসের পর মাস তাঁকে বসিয়ে রাখা হয়েছিল। সৌরভের ক্ষেত্রে জাতীয় ক্রিকেট বোর্ড একজন দক্ষ প্রশাসক হারালো বলেই মন্তব্য করেছেন ৷
Last Updated : Feb 3, 2023, 8:29 PM IST