পশ্চিমবঙ্গ

west bengal

আসামীকে বিধাননগরের রাস্তায় গুলি করে খুন

ETV Bharat / videos

Shot Dead in Bidhannagar: প্যারোলে মুক্ত আসামীকে বিধাননগরের রাস্তায় গুলি করে খুন - চলল একাধিক গুলি

By

Published : Jul 20, 2023, 10:59 PM IST

ভর সন্ধ্যায় নারায়ণপুর ফায়ার স্টেশনের সামনে চলল একাধিক গুলি। গুলিতে মৃত দেবজ্যোতি ঘোষ নামে এক অপরাধী। যে আপতত প্যারোলে মুক্ত ৷ ঘটনাস্থলে বিধাননগর পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যায় নারায়ণপুরের গুলি চলার ঘটনায় আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা। সূত্রের খবর, একাধিক বাইকে করে এসে গুলি চালায় দুষ্কৃতীরা। অপর একটি গাড়িতে থাকা দেবজ্যোতি ঘোষকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি করে তারা। এরপর দুষ্কৃতীরা বাইক চলিয়ে সেখান থেকে পালিয়ে যায় বলে স্থানীয়দের দাবি। প্রাথমিক তদন্তের পর পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত দেবজ্যোতি ঘোষের দেহে 13টি বুলেটের আঘাতের চিহ্ন রয়েছে।

একাধিক গুলিতে তিনি গুরুতর জখম প্যারোলে মুক্ত আসামীকে তড়িঘড়ি স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। জানা গিয়েছে, দেবজ্যোতি ঘোষ আসামী সম্প্রতি প্যারোলে মুক্তি পান ৷ থানায় হাজিরা দিয়েই ফিরছিলেন তিনি। নিয়মমতো প্রতিদিন তাকে নারায়ণপুর থানায় হাজিরা দিতে হয়। বৃহস্পতিবার সন্ধ্যায় নারায়ণপুর থানায় হাজিরা দিয়ে বাড়ি ফিরছিলেন তিনি। বিধাননগর পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা পৌঁছন ঘটনাস্থলে। যদিও বাড়ির লোকের দাবি, ওষুধ কিনে বাড়ি ফেরার পথে দুষ্কৃতীরা গুলি করে তাকে। 

ABOUT THE AUTHOR

...view details