Train Service Disrupted: রেল খুঁটিতে চড়ে বসলেন ব্যক্তি, কয়েক ঘণ্টা পর স্বাভাবিক রেল পরিষেবা - man climbs railway post
রেলের বিদ্যুতের খুঁটিতে উঠে পড়েছেন এক ব্যক্তি ৷ তার জেরেই ব্যহত রেল চলাচল ৷ বৃহস্পতিবার আসানসোলের ঘটনা ৷ যদিও রেল কর্মীদের চেষ্টায় ওই ব্যক্তি নীচে নামলে, তারপরেই স্বাভাবিক হয় রেল পরিষেবা ৷ ঘটনায় প্রায় ঘণটাখানেক বন্ধ থাকে রেল পরিষেবা ৷ সমস্যায় পড়েন ট্রেন যাত্রীরা ৷ তবে কোনও কোনও ট্রেনের পরিষেবা ব্যহত হয়েছিল তা এখন পর্যন্ত জানা যায়নি ৷
বৃহস্পতিবার হাঠৎই আসানসোলের রেলকর্মীদের নজরে পড়ে বিদ্যুতের খুঁটিতে এক ব্যক্তি উঠে পড়েছেন ৷ এমনকী ওই ব্যক্তি ওভারহেড তারে ওঠার চেষ্টা করছেন ৷ খবর পেয়েই ঘটনালস্থলে পৌঁছয় রেলপুলিশ ও আধিকারিকরা ৷ দুর্ঘটনা এড়াতে রেল কর্মীরা বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেন ৷ রেলকর্মীদের বেশ কিছুক্ষণ অনুরোধের পর নীচে নামে ওই ব্যক্তি ৷ প্রাথমিক ভাবে অনুমান ওই ব্যক্তি ভারসাম্যহীন ৷ উদ্ধারের পর চিকিৎসার জন্য তাঁকে হাসপাতালে পাঠানো হয়েছে ৷ তাঁর পরিচয় জানা যায়নি ৷ ঘটনা প্রসঙ্গেই আসানসোল রেল ডিভিশনের আরপিএফ কমান্ড্যান্ট রাহুল রাজ বলেন, " খবর পেয়ে আমরা এসেছিলাম । ওই ব্যক্তিকে জীবিত অবস্থায় উদ্ধার করা গেছে । ট্রেন চলাচল সামান্য বিঘ্ন হয়েছে ।"