পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

Man Climbs on Water Tank: 4 ঘণ্টার চেষ্টায় পর নিচে নামানো হল জল ট্যাঙ্কে উঠে যাওয়া ব্যক্তিকে - হাওড়ার খবর

By

Published : Sep 4, 2022, 11:08 PM IST

Updated : Feb 3, 2023, 8:27 PM IST

সফল হল চার ঘণ্টার চেষ্টা ৷ দমকলকর্মীদের প্রচেষ্টায় অবশেষে 90ফুট উঁচু জলের ট্যাঙ্কের উপর থেকে নামলেন ব্যক্তি ৷ রবিবার বিকেল 5টা নাগাদ হাওড়া স্টেশন সংলগ্ন রেল মিউজিয়ামের একটি 90 ফুট জলের ট্যাঙ্কের মাথায় চড়ে বসেন এক ব্যক্তি (Man Climbs on Water Tank update)৷ জানা গিয়েছে, ওই ব্যক্তি জলের ট্যাঙ্কে ওঠার সময় অনেকে বারণ করলেও তিনি শোনেননি ৷ রেল মিউজিয়ামের একটি মাত্র সিঁড়ি থাকায় তাঁকে নামাতে হিমশিম খান দমকলকর্মীরা ৷ তবে দীর্ঘ প্রচেষ্টার পর অবশেষে রাত 8টা নাগাদ ওই ব্যক্তিকে জলের ট্যাঙ্ক থেকে নামাতে সক্ষম হন দমকলকর্মীরা ৷ তবে এখনও পর্যন্ত ওই ব্যক্তির পরিচয় জানা যায়নি ৷
Last Updated : Feb 3, 2023, 8:27 PM IST

ABOUT THE AUTHOR

...view details