পশ্চিমবঙ্গ

west bengal

বুদ্ধদেব বাবুর শারীরিক অবস্থার খোঁজ নিতে হাজির অনুরাগী

ETV Bharat / videos

Buddhadeb Bhattacharjee: হাসপাতালে ভরতি বুদ্ধদেব, হুইলচেয়ারে করে হালিশহর থেকে এলেন রবি দাস - প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য

By

Published : Jul 31, 2023, 10:46 PM IST

Updated : Aug 1, 2023, 7:31 AM IST

বর্তমানে স্থিতিশীল রয়েছে প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যর শারীরিক অবস্থা ৷ সোমবার বিকালে তাঁকে ইনভেসিভ ভেন্টিলেশন সাপোর্ট থেকে বের করে আনা হয়েছে ৷ প্রাক্তন মুখ্যমন্ত্রীর অসুস্থতার খবর পেয়ে রাজ্যের বিভিন্ন প্রান্তে প্রার্থনা করছেন বুদ্ধ-অনুরাগীরা ৷ বুদ্ধদেববাবু যাতে দ্রুত সুস্থ হয়ে ওঠেন এই কামনা সকলের ৷ এমনই এক অনুরাগী হলেন রবি দাস ৷ যিনি সুদূর হালিশহর থেকে হুইল চেয়ারে করে উপস্থিত হয়েছেন কলকাতার বেসরকারি হাসপাতালে, শুধুমাত্র প্রিয় প্রবীণনেতা বুদ্ধবাবুর শারীরিক অবস্থার খোঁজ নিতে ৷ তবে রবিবাবু নিজেও সুস্থ নন ৷ তিনি শারীরিক দিক থেকে বিশেষভাবে সক্ষম ৷ 

তবে প্রিয় নেতার প্রতি শ্রদ্ধা ও ভালোবাসাকে পাথেয় করেই তিনি পাড়ি দিয়েছেন এতটা পথ ৷ তবে এটাই প্রথম বার নয় ৷ এর আগে দিল্লিতেও গিয়েছেন তিনি। দলের প্রবীণ নেতার সঙ্কটজনক অবস্থার কথা জানতে পেরে আর দেরি করেননি ৷ শনিবারই তিনি বেরোন। সোমবার সন্ধ্যায় বৃষ্টি মাথায় নিয়েই হাসপাতালের সামনে যান তিনি । হুইল চেয়ারে লাগান সিপিএমের দলীয় পতাকা। অবশ্য, রবিবাবুর এই পথ অতিক্রম যে খুব একটা সহজ ছি না, সেই অভিযোগও করেন তিনি ৷ তিনি জানান, রাস্তায় কিছু খারাপ লোকের পাল্লায় পড়েছিলেন ৷ যারা তাঁর টাকা ছিনতাই করে নিয়েছে ৷ তবে সেই দুঃখ মনে থাকলেও, বুদ্ধবাবু আগের থেকে ভালো আছেন, সেটা জানতে পেরে তিনি খুবই খুশি ৷

Last Updated : Aug 1, 2023, 7:31 AM IST

ABOUT THE AUTHOR

...view details