পশ্চিমবঙ্গ

west bengal

বীরভূমে সফরে মমতা

ETV Bharat / videos

Mamata Makes Tea: শান্তিনিকেতনে সাংবাদিকদের জন্য চা বানালেন মমতা, উপহার পেলেন ফুলকপি - শান্তিনিকেতনে নিজে চা করলেন মমতা

By

Published : Feb 1, 2023, 7:36 PM IST

Updated : Feb 3, 2023, 8:39 PM IST

মুখ্যমন্ত্রী বারবার জেলায় গিয়ে ধরা দেন অন্য মেজাজে ৷ বরাবরই তিনি ভালোবাসেন জেলায় গিয়ে রাস্তায় নেমে জনসংযোগ করতে ৷ এবারেও বীরভূমে সফরে গিয়ে তার অন্যথা হল না ৷ সেই চেনা ছন্দে রাজ্যের প্রশাসনিক প্রধান ৷ আজ প্রশাসনিক সভা শেষে শান্তিনিকেতনে আপন খেয়ালে খোশমেজাজে ঘুরলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। প্রথমে বোলপুরে প্রশাসনিক সভা সেরে সোজা ঠাকুর পরিবারের সদস্য সুপ্রিয় ঠাকুরের শিশুতীর্থ স্কুলে যান মুখ্যমন্ত্রী। স্কুলের খুদে পড়ুয়াদের বই-খাতা উপহার দেন তিনি। খুদে পড়ুয়ারাও মুখ্যমন্ত্রীর হাতে তাদের উৎপাদিত ফুলকপি তুলে দেন। পরে সোনাঝুড়ি জঙ্গলে সরকার ডাঙা গ্রামে যান মমতা বন্দ্যোপাধ্যায় । সেখানে বাসিন্দাদের সঙ্গে কথা বলেন তিনি ৷ আবাস যোজনার বাড়ি না-পাওয়ার অভিযোগ করেন বাসিন্দারা ৷ দ্রুত সেগুলির ব্যবস্থা করার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। পরে স্থানীয় একটি চায়ের দোকানে ঢুকে পড়েন তিনি ৷ নিজে হাতে চা তৈরি করেন (Mamata Makes Tea) ৷ সেই চা সাংবাদিক-সহ আমলাদের খাওয়ান ৷ এমনকী গ্রামের এক ফেরিওয়ালার সঙ্গে দাঁড়িয়ে কথা বলেন মমতা বন্দ্যোপাধ্যায় । পরে ফের বল্লভপুর জঙ্গলে রাঙাবিতান অতিথিশালায় ফিরে যান ৷

Last Updated : Feb 3, 2023, 8:39 PM IST

ABOUT THE AUTHOR

...view details