Mamata Banerjee: মাদ্রিদেও মর্নিংওয়াক! লক্ষ্মীবারে মমতার লগ্নিসফর শুরু ফুটবল-বইমেলার জোড়া বৈঠক দিয়ে - Mamata goes for a Morning Walk
Published : Sep 14, 2023, 3:38 PM IST
|Updated : Sep 14, 2023, 3:49 PM IST
আনুষ্ঠানিকভাবেই লক্ষ্মীবারেই লক্ষ্মীলাভের আশায় কর্মসূচি শুরু মমতা বন্দ্যোপাধ্যায়ের । গতকাল মাদ্রিদে পৌঁছেছেন ৷ দীর্ঘ বিমানযাত্রার ধকলও দৈনন্দিন রুটিনে ছাপ ফেলতে পারেনি ৷ বৃহস্পতিবারে সকালে উঠেই মাদ্রিদের রাস্তায় বেরিয়ে পড়লেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । অতীতে কখনও পাহাড় সফরে, কখনও বিদেশে গিয়েও পায়ে হেঁটে চারপাশ ঘুরতে দেখা গিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়কে । মাদ্রিদে গুরুত্বপূর্ণ দিন শুরু করার আগেই রাজপথে হাঁটতে বেরিয়ে পড়লেন তিনি ।
মাদ্রিদের যে হোটেলে উঠেছেন, সকালে উঠেই সেই হোটেলের চারিপাশে ঘুরে দেখলেন । তবে ভিআইপি’র মতো নয়, সাধারণ নাগরিকের মতোই পায়ে হেঁটে ঘুরে দেখলেন চারধার । এদিন মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন তাঁর ব্যক্তিগত নিরাপত্তারক্ষী এবং সংবাদমাধ্যমের প্রতিনিধিরা । ঘণ্টাখানেক হাঁটাহাঁটির পর আবার হোটেলে ফিরে আসেন মুখ্যমন্ত্রী ।
বৃহস্পতিবার মমতা বন্দ্যোপাধ্যায়ের স্পেন-সফরের অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন । এদিন বাংলার ফুটবল নিয়ে লা লিগা’র প্রেসিডেন্ট হেভিয়ার তেভেজ ও অন্যান্য ফুটবল কর্তার সঙ্গে বৈঠক রয়েছে । শিল্প আনতে স্পেনে পাড়ি দিলেও এবারের বিদেশ সফরে গুরুত্বপূর্ণ জায়গা জুড়ে রয়েছে ফুটবল নিয়ে এই বৈঠক ৷ তারপর স্পেনে বইমেলা আয়োজকদের সঙ্গেও কলকাতা বইমেলা নিয়ে মিটিং মমতার ।