Mamata Banerjee at Mass Marriage Program: আদিবাসী গণবিবাহের আসরে নাচের ছন্দে পা মেলালেন মমতা - মমতা বন্দ্যোপাধ্য়ায়
আদিবাসী রীতিনীতি মেনে বসল গণবিবাহের আসর ৷ বুধবার আলিপুরদুয়ারের কালচিনি ব্লকের সুভাষিনী চা বাগানের মাঠে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় ৷ রাজ্য সরকারের পক্ষ থেকে এই অনুষ্ঠান করা হয়েছিল ৷ উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় (CM Mamata Banerjee)৷ এদিন তাঁর সামনেই আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও কোচবিহার জেলার 506 জোড়া যুবক-যুবতীর বিয়ে দেওয়া হয় ৷ তাঁদের মধ্যে 300 দম্পতি আলিপুরদুয়ার, 6 দম্পতি কোচবিহার এবং 200 দম্পতি জলপাইগুড়ির বাসিন্দা ৷ এদিনের এই সরকারি অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন রাজ্য পুলিশের ডিজি, মন্ত্রী অরূপ বিশ্বাস, বুলু চিকবরাইক, মন্ত্রী বীরবাহা হাঁসদা, জেলাশাসক মৌমিতা গোদারা, সুরেন্দ্র কুমার মিনা, পবন কাদিয়ান-সহ অন্যরা। এই অনুষ্ঠানে ধামসা, মাদলের ছন্দে নাচলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ও ৷
Last Updated : Feb 3, 2023, 8:23 PM IST