Durga Puja 2022: দশমীতে সিঁদুর খেলায় মাতলেন মালদার শরৎপল্লি সর্বজনীনের মহিলারা - মালদার শরৎপল্লি সর্বজনীন দুর্গোৎসব কমিটি
আজ বিজয়া দশমী (Bijoya Dashami) ৷ মাকে বিদায় জানানোর পালা ৷ সকাল থেকে মন ভারী সকলের ৷ মন ভারী মালদার শরৎপল্লি সর্বজনীন দুর্গোৎসব কমিটির মহিলারদেরও (Durga Puja 2022) ৷ এরই মধ্যে দেবীর কাছে সকলের মঙ্গল কামনা করে সিঁদুর খেলায় মেতে উঠলেন মহিলারা ৷ ঢাকের তালে নাচে মাতলেন সাত থেকে সত্তর ৷ পুজো কমিটির সভাপতি তথা স্থানীয় কাউন্সিলর নিবেদিতা কুণ্ডু বলেন, পাড়ার মেয়েরা এই পুজোর শুরু থেকে শেষ পর্যন্ত সমস্ত দায়িত্ব সামলান ৷ আজ দশমীতে উমার পতিগৃহে ফেরার পালা ৷ সকলের মন খারাপ ৷ তবে মনে বিষাদ থাকলেও সকলের মঙ্গল কামনা করে দেবীকে বিদায় জানাচ্ছি ৷
Last Updated : Feb 3, 2023, 8:28 PM IST