Durga Puja 2022: মালদা কুট্টিটোলার পুজোয় সত্যজিৎ স্মরণ, থিম 'একশত এক মানিক জ্বলে' - শারদোৎসব 2022
জলসাঘরের কথা মনে পড়ে? অথবা দেবী! কিংবা সমাপ্তি... ঠিকই ধরেছেন। প্রত্যেকটি ছবিই কিংবদন্তি পরিচালক সত্যজিৎ রায় নির্মিত ৷ আর এইসব চলচ্চিত্রগুলি সত্যজিৎ রায়ের কেরিয়ারের একেকটি মনি-মুক্তোর মত (Durga Puja 2022)। এবার পুজোয় সেই তিনটি ছবির সেট উঠে এসেছে মালদা শহরে। সৌজন্যে কুট্টিটোলা সহযোগিতা ক্লাব। তিনটি বিখ্যাত ছবির শুটিং হয়েছিল গঙ্গার ওপারে, নিমতিতা রাজবাড়িতে। এবার মালদা শহরের বুকেই তৈরি হয়েছে নিমতিতা রাজবাড়ি। সেই সেট এবার বিশ্ববঙ্গ সম্মাননা এনে দিয়েছে এই পুজো কমিটিকে। এই ক্লাবের পুজোর থিম 'একশত এক মানিক জ্বলে'। মানিক অর্থাৎ সত্যজিৎ রায়কে ঘিরেই এবার এই ক্লাবের দুর্গাপুজোর আয়োজন।
Last Updated : Feb 3, 2023, 8:28 PM IST