Ratha Yatra of Mahesh: মাহেশের রথযাত্রায় অসংখ্য ভক্তের সমাগম - মাহেশের রথ
পুরীর জগন্নাথ দেবের রথের পর প্রাচীনতম রথ মাহেশের। দূর-দূরান্ত থেকে অসংখ্য ভক্তের উপস্থিতিতে সমৃদ্ধ শ্রীরামপুর মাহেশের রথযাত্রা। এবছর 627 বছরের পা দিল মাহেশের রথ। শ্রীরামপুর জগন্নাথ মন্দির থেকে দুপুর আড়াইটে নাগাদ তিন ভাইবোনকে লোহার রথে তোলা হয়। মাহেশের রথ আগে ছিল কাঠের। পরে কলকাতা শ্যামবাজারের বসু পরিবারের তত্ত্বাবধানে মার্টিন বার্ন কোম্পানির তৈরি করে দেওয়া হয় ৷ লোহার 12 চাকা বিশিষ্ঠ 50 ফুট উচ্চতার এই রথের ওজন 125 টনের বেশি।
হাজার হাজার ভক্তের টানে এদিন রথ রাজপথ ধরে রওনা হয়ে মাসির বাড়ি পৌঁছয়। রথযাত্রা উৎসবকে কেন্দ্র করে এদিন সকাল থেকেই ছিল সাজোসাজো রব। ভোরে ভোগ গ্রহণের পর ভক্তদের সামনে আসেন জগন্নাথ। তার পর সারাদিন ধরেই চলে পুজোপাঠ। পুজো দেওয়ার জন্য ভক্তদের দীর্ঘ লাইন পড়ে মন্দির চত্ত্বরে।
এদিন মন্দিরে পুজোয় যোগ দিয়েছেন রাজ্যের মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়, মন্ত্রী বেচারাম মান্না, বিধায়ক মদন মিত্র, শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্য়ায়-সহ প্রমুখরা। রথযাত্রা নিয়ে এদিন আগে থেকেই প্রস্তুত ছিল পুলিশ প্রশাসন। প্রায় এক কিলোমিটার রাস্তা জুড়ে ওয়াচ টাওয়ার ও সিসি টিভি ক্যামেরা লাগানো হয়েছে। ছিল ড্রোন ক্যামেরার ব্যবস্থাও ৷