পশ্চিমবঙ্গ

west bengal

Gangasagar Mela 2024

ETV Bharat / videos

সংক্রান্তির প্রাক্কালে বেনারসের আদলে মহাসাগর আরতি গঙ্গাসাগরে, দেখুন ভিডিয়ো - Gangasagar Mela

By ETV Bharat Bangla Team

Published : Jan 15, 2024, 9:18 AM IST

Gangasagar Mela 2024: আজ 15 জানুয়ারি, মকর সংক্রান্তি ৷ তার ঠিক আগের সন্ধ্যায় গঙ্গাসাগর যেন একটুকরো বেনারস ৷ বেনারসে যেমন গঙ্গারতি হয় রবিসন্ধ্যায় তেমনই দৃশ্য ধরা পড়ল গঙ্গাসাগরে। আর তার সঙ্গে বিভিন্ন বাদ্যযন্ত্র সহযোগে চলল সাংস্কৃতিক অনুষ্ঠানও। এই মেগা ইভেন্টের সাক্ষী থাকলেন তীর্থযাত্রীরা। গত 8 জানুয়ারি থেকে শুরু হয়ে গিয়েছে গঙ্গাসাগর মেলা। গতকাল রাত থেকে শুরু হয়ে গিয়েছে মকর সংক্রান্তির পুণ্যস্নানের প্রস্তুতি। নিয়ম মেনে পুণ্যার্থীদের ঢল নেমেছে কপিলমুনি আশ্রমে।

মুগ্ধ হয়ে ভক্তিভরে গঙ্গাআরতি দেখেলেন সেই পুণ্যার্থীরা। বারাণসী, অযোধ্যার চেয়ে কোনও অংশে কম নয় এই অনুষ্ঠান। রবিবার সন্ধ্যা 6টায় কপিলমুনির আশ্রম থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা করে সাগরতীরে পৌঁছন হাজার হাজার মানুষ। মেলায় ও পুণ্যস্নানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে মোতায়েন রয়েছে কয়েক হাজার পুলিশ। পাশাপাশি সাগরে পুণ্যস্নানে দুর্ঘটনা এড়াতে মোতায়েন রয়েছে এনডিআরএফ ও ডিজাস্টার ম্যানেজমেন্ট টিম। 

মহাসাগর আরতির আলোচ্ছ্বটায় উদ্ভাসিত কপিলমুনির আশ্রম,। ক'দিন আগে হাড় কাঁপানো ঠান্ডা না-থাকলেও পৌষের শেষলগ্নে পারদপতন যেন মকর সংক্রান্তির আমেজ আরও কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। সোমবার কাকভোর থেকে সাধু-সন্ত থেকে তীর্থযাত্রীরা গঙ্গাসাগরে পুণ্যস্নান সারছেন ৷ সারা দেশ থেকে আসা পুণ্যার্থীদের ভিড়ে গমগম করছে গঙ্গাসাগর। 

ABOUT THE AUTHOR

...view details