পশ্চিমবঙ্গ

west bengal

কড়া নিরাপত্তায় শুরু মাধ্যমিক

ETV Bharat / videos

Madhyamik Exam 2023: কড়া নিরাপত্তায় শুরু মাধ্যমিক

By

Published : Feb 23, 2023, 2:25 PM IST

আঁটোসাঁটো নিরাপত্তার মধ্যে দিয়ে বৃহস্পতিবার শুরু হল মাধ্যমিক পরীক্ষা (Madhyamik Exam)। পরীক্ষা পরিস্থিতি সম্পর্কে খোঁজ নিতে তাই ইটিভি ভারত পৌঁছে গিয়েছিল বেথুন স্কুলের সামনে ৷ সেখানেই দেখা যায় যথাসময়ে সকাল সাড়ে 11টা নাগাদ পরীক্ষার্থীরা উপস্থিত হয়ে যায় পরীক্ষাকেন্দ্রে । তবে শেষ মুহূর্তটুকুও ছাড়তে চায়নি তারা ৷ তাই স্কুলে ঢোকার আগে পর্যন্ত এদিন বইয়ের পাতা ওল্টাতে দেখা গেল পড়ুয়াদের ৷ বেথুন স্কুলের সামনে মাধ্যমিকের প্রথম দিনের ছবিটা এমনই ছিল ৷ পর্ষদের নিয়ম মতো ট্রান্সপারেন্ট বোর্ড, পেনসিল বক্স, জলের বোতল নিয়ে এদিন পরীক্ষাকেন্দ্রে ঢুকতে দেখা যায় পরীক্ষার্থীদের ৷ স্কুলে ঢোকার আগে সকল পরীক্ষার্থীকে গোলাপ ও জলের বোতল দেওয়া হয় । সকাল 10টার মধ্যে পরীক্ষাকেন্দ্রগুলিতে প্রশ্নপত্র পৌঁছে যায় এদিন ৷ স্কুলের সামনে রাস্তায় ও স্কুল গেটে দেখা গেল বেশ কড়া নিরাপত্তা ৷ স্কুলের সামনে বা রাস্তায় যাতে অযথা ভিড় না জমে তার জন্য তৎপর ছিলেন কর্তব্যরত ট্রাফিক পুলিশ আধিকারিকরাও ৷ তবে নতুন পরীক্ষার্থীদের এদিন বেশ উত্তেজনার মধ্যে দেখা গেল ৷ জীবনের প্রথম বড় পরীক্ষা বলে কথা !   

ABOUT THE AUTHOR

...view details