পশ্চিমবঙ্গ

west bengal

Madhyamik Results 2023 ETV BHARAT

ETV Bharat / videos

Madhyamik Results 2023: হিটম্যানের ব্যাটিংয়ের ফ্যান মাধ্যমিকে তৃতীয় স্থানাধিকারী স্বরাজ পাল - Madhyamik Results 2023

By

Published : May 19, 2023, 7:11 PM IST

Updated : May 19, 2023, 8:16 PM IST

2023 সালের মাধ্যমিক পরীক্ষায় 690 নম্বর পেয়ে মেধাতালিকায় তৃতীয় হয়েছে মালদা রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যামন্দিরের চার পড়ুয়া ৷ 691 নম্বর পেয়ে দ্বিতীয় হয়েছে একজন ৷ তাদের মধ্যে মালদা শহরের উত্তর বালুচর এলাকার বাসিন্দা স্বরাজ পাল 690 নম্বর পেয়ে তৃতীয় স্থান লাভ করেছে ৷ আর মেধাতালিকায় তিন নম্বরে জায়গা করতে পেরে উচ্ছ্বসিত স্বরাজ ৷ তার বাড়িতে আনন্দের ঢল ৷ গর্বিত তাঁর বাবা, মা ও বোন ৷ তার স্বপ্ন চিকিৎসক হওয়া ৷ তবে, শুধু নিজের ফলাফল নয় ৷ স্কুলের বাকি বন্ধুদের এই অভাবনীয় রেজাল্টে খুবই খুশি সে ৷ 

স্বরাজ জানিয়েছে, আশা ছিল ভালো নম্বর পাবে সে ৷ কিন্তু, সেটা যে মেধাতালিকায় নাম ওঠার মতো হবে, অতটাও ভাবেনি মালদা রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যামন্দিরের ছাত্র স্বরাজ ৷ দিনে 7-8 ঘণ্টা পড়াশোনা করত সে ৷ গল্পের বই পড়তে ভালোবাসে ৷ আর ক্রিকেটে রোহিত শর্মার ব্যাটিংয়ের ফ্যান এই মেধাবি ছাত্র ৷ তবে, পড়াশোনার চাপে সেভাবে খেলাটা দেখাই হয় না ৷ স্বরাজের বাবা সোমনাথ পাল একজন এলআইসি এজেন্ট, মা অপর্ণা পাল গৃহবধূ ৷ আর বোন আয়ূষী পঞ্চম শ্রেণির ছাত্রী ৷ তার এই সাফল্যের জন্য বাবা-মা এবং শিক্ষকদের অবদান রয়েছে বলে জানিয়েছে স্বরাজ ৷

Last Updated : May 19, 2023, 8:16 PM IST

ABOUT THE AUTHOR

...view details