পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

Madan Mitra Song: দুর্গাপুরের মঞ্চে গান গেয়ে মুখ্যমন্ত্রীর নির্দেশ পালন করলেন মদন - মদন মিত্র

🎬 Watch Now: Feature Video

মদন মিত্র

By ETV Bharat Bangla Team

Published : Oct 26, 2023, 7:15 PM IST

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কয়েকদিন আগে নিজের ঘরে মন্ত্রী, বিধায়কদের নিয়ে বৈঠক করার সময় কামারহাটির বিধায়ক 'কালারফুল' মদন মিত্রকে গান শোনাতে বলেন ৷ মদন মিত্রের দাবি, ইন্দ্রনীল সেনদের মত গায়কদের মাঝে 'লজ্জায়' গান গাইতে পারেননি বলে দুর্গাপুরে বক্তব্য রাখতে গিয়ে জানান মদন। বৃহস্পতিবার মদন মিত্র বলেন, "মুখ্যমন্ত্রীকে তিনি গান শোনাতে পারেননি বলে মুখ্যমন্ত্রী শেষে তাঁকে বলেছিলেন, 'তুমি এবার যা গান গাইবে তা আমি ব্যান করে দেব' ৷" মুখ্যমন্ত্রী মজার ছলে সেই কথা বলার পরেও মদন মিত্র জানান, তিনি মুখ্যমন্ত্রীর নির্দেশ পালন করে গান শোনাতে পারেননি তাঁকে। দুর্গাপুরে দ্বিতীয় বর্ষের কার্নিভালে এসে উপস্থিত হয়ে মদন মিত্র বক্তব্য দিতে গিয়ে দর্শকদের এই কথা নিজে শোনান।তারপরেই তিনি বলেন, "আমি মুখ্যমন্ত্রীর সঙ্গে শেষ রক্তবিন্দু পর্যন্ত থাকার সংকল্পবদ্ধ। আমি মুখ্যমন্ত্রীর সেদিনের নির্দেশ মান্য করিনি। তাই আমি আজ এখানে গান গাইব। আমি এই গান গেয়েই মুখ্যমন্ত্রীকে বিজয়ার প্রণাম জানাব দুর্গাপুর থেকেই।" মদন মিত্র বক্তব্যের শুরুতেই 'ওহ লাভলি' বলে বক্তব্য শুরু করতেই উপস্থিত জনতা হাততালি আর উল্লাস প্রকাশ করেন। এরপরেই মদন মিত্র রাজ্যের মন্ত্রী প্রদীপ মজুমাদারের সঙ্গে রাস্তায় নেমে নীল-সাদা বেলুন উড়িয়ে এই কার্নিভালের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। উপস্থিত দর্শকদের সঙ্গে বিজয়ার শুভেচ্ছা বিনিময় করতেও দেখা গেল কামারহাটির বিধায়ককে। মদন মিত্রের সঙ্গে এদিন এসেছিলেন দুর্গাপুরে আন্তর্জাতিক সুন্দরী প্রতিযোগিতায় অংশ নেওয়া সঙ্গীতা সিনহা। দুর্গাপুরের মানুষ কার্নিভালে মদন মিত্রের কন্ঠে গান শুনলেন যা তাদের উপরি পাওনা হল।

ABOUT THE AUTHOR

...view details