পশ্চিমবঙ্গ

west bengal

জাতীয় সড়কের ধারে দাউ দাউ করে জ্বলল লরি

ETV Bharat / videos

Bankura Incident: জাতীয় সড়কের ধারে দাউ দাউ করে জ্বলল লরি - Bankura News

By

Published : Mar 1, 2023, 1:53 PM IST

গভীর রাতে বাঁকুড়ার ধলডাঙা মোড়ের কাছে 60 নম্বর জাতীয় সড়কের ধারে দাঁড়িয়ে থাকা একটি লরিতে অগ্নিসংযোগের ঘটনায় চাঞ্চল্য (Bankura News)। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রাত প্রায় দেড়টা নাগাদ প্রথমে ওই গাড়ির চালক এসে এক হোটেল মালিককে জানান তাঁর গাড়িতে আগুন লেগে গিয়েছে ৷ নিমেষের মধ্যেই দাউদাউ করে জ্বলতে থাকে লরিটি । স্থানীয় বাসিন্দারা দমকল এবং বাঁকুড়া সদর থানায় খবর দিলে ঘটনাস্থলে আসে পুলিশ ও দমকল কর্মীরা । প্রায় এক ঘণ্টার চেষ্টায় একটি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন দমকল কর্মীরা । তবে ঠিক কী কারণে এই অগ্নিকাণ্ডের ঘটনা তা এখনও স্পষ্ট নয় । ভিডিয়ো থেকেই আগুনের ব্যাপকতা অনুমান করা সম্ভব। স্থানীয়দের দাবি, লরিটি জাতীয় সড়কের ধারে দাঁড়ানো অবস্থাতেই ছিল এবং তার মধ্যে কেউ ছিল না । 

চলতি গাড়িতে আগুন লেগে যাওয়ার ঘটনা নতুন কিছু নয়। বিভিন্ন সময়ে এই ধরনের ঘটনা ঘটে । অনেক সময় এর জেরে মৃত্যুও হয়। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় গাড়িতে কোনও ধরনের যান্ত্রিক ত্রুটির জন্যই আগুন লাগে। কখনও আবার নেপথ্যে অন্য কোনও কারণও থাকে। মাস দেড়েক আগে জামুড়িয়ায় এই ধরনের ঘটনা ঘটে । সেখানেও দেখা গিয়েছিল আচমকাই গাড়িতে আগুন ধরে গিয়েছে । পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে যেতে থাকে। খবর দেওয়া হয় দমকলে । ঘটনাস্থলে আসে দমকলের একটি ইঞ্জিন । বেশ কিছুক্ষণের চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন । এবার একই ঘটনা ঘটল বাঁকুরায়।   

ABOUT THE AUTHOR

...view details